ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

১৫ কোটি রুপি দিয়ে সেনা পরিবারের পাশে শাহরুখ

প্রকাশিত : ১৭:৪৪, ২৭ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

কাশ্মীরের পুলাওয়ামায় হামলায় নিহত সেনাদের পরিবারকে ১৫ কোটি টাকা দিয়ে সহযোগিতা করেছন বলিউড বাদশা শাহরুখ খান।

শাহরুখের সেনাদের পাশে দাঁড়ানোর খবর শুনে সোশ্যাল মিডিয়ায় অনেকেই শাহরুখের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তার দেশ প্রেম এবং তাকে নিয়ে অনেকে প্রশ্ন তোলেন।

ভারতের কংগ্রেস নেতা সালমান নিজামি এক টুইটবার্তায় জানান, পুলওয়ামায় নিহত সেনাদের পরিবারের জন্য শাহরুখ ১৫ কোটি রুপি সাহায্য করেছেন। তবে শাহরুখ চেয়েছেন বিষয়টি কাউকে না জানাতে। তিনি বিষয়টির প্রচারণা চান না। তবে এ বিষয়ে শাহরুখ খানের পক্ষ থেকে কোনো বিবৃতি না এলেও তার এক ভক্ত একটি ভিডিও পোষ্ট করেছেন।

ভিডিওতে শাহরুখ বলেছিলেন, যারা আমার দেশভক্তি নিয়ে প্রশ্ন তোলেন তাদের কথার উত্তর দেওয়ার তিনি প্রয়োজন বোধ করেন না।

আমি দেশকে ভালোবাসি সেটা জাহির করার দরকার নেই। প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলাওয়ামা বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৪৪ ভারতীয় সেনা নিহত হন। এ ঘটনায় ভারত ও পাকিস্তান সম্পর্কে চরম উত্তেজনা বিরাজ করছে। এর পাশাপাশি দুই দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব ও তারকাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় চলছে।

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি