ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মত্ত সুহানা, বানান ভুল লিখে ট্রোল শাহরুখ কন্যা

প্রকাশিত : ১৪:২২, ১ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

শাহরুখ কন্যা সুহানা খান সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয়। মাঝে মধ্যেই সুহানাকে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবি পোস্ট করতে দেখা যায়।

আর এই পোস্টের জন্য বেশ কয়েকবার বিভিন্ন কারণে ট্রোলও হতে হয়েছে তাকে। ফের বন্ধুদের সঙ্গে পার্টি করার ছবি পোস্ট করে ট্রোল হতে হল সুহানাকে।

অবশ্য কারণটা পার্টি করার ছবি শুধু নয়, ছবি ক্যাপশানে সুহানা Friends শব্দটি লিখেছেন, যার বানান ভুল। যে কারণে কেউ সুহানাকে সঠিক বানান লেখার পরামর্শ দিয়েছেন, কেউ বা আবার ফ্রেন্ডস বানান সুহানা জানেন না বলে কটাক্ষ করেছেন।

কেউ আবার মত্ত সুহানাকে কটাক্ষ করেছেন। তবে এই প্রথম নয়, বহুবার বিভিন্ন কারণ ট্রোল হতে হয়েছে শাহরুখ কন্যাকে।

প্রসঙ্গত, লন্ডনের আর্ডিংলি কলেজে পড়েন শাহরুখ কন্যা আপাতত সেখানেই থাকেন তিনি পড়াশোনার পাশাপাশি অভিনয়ও শিখছেন সেখানেই। খুব শীঘ্রই হয়ত বলিউডে দেখা যাবে সুহানা খানকে।

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি