ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পাকিস্তানে গিয়ে বোমা ফেলতে চান রাখি সাওয়ান্ত

প্রকাশিত : ১০:৫৬, ২ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

ভারত-পাকিস্তান ইস্যুতে হঠাৎ-ই শিরোনামে বিতর্কীত তারকা রাখী সাওয়ান্ত। যিনি সব ইস্যুতেই বোমা ফাঁটাতে চেষ্টা করেন। এবারও চুপ থাকতে পারলেন না তিনি। দুই দেশের উত্তেজনা যখন তুঙ্গে, তখন রাখী সাওয়ন্ত বললেন- পাকিস্তানে গিয়ে নাকি তিনি বোমা মেরে আসতে পারেন।

পুলওয়ামা হামলার পর ভারত সরকার যে পদক্ষেপ নিয়েছে, তার প্রশংসা করেছেন বলিউডের এই অভিনেত্রী। বলেছেন, ‘মোদীজি যা করছেন, ঠিক করছেন। ওনাকে আমি সাপোর্ট করি। উনি যা করার করছেন।’

রাখি জানান, ‘তিনি (রাখি) নাকি দেশের জন্য প্রাণ পর্যন্ত দিতে পারেন। তাই ইচ্ছে প্রকাশ করেছেন শত্রুদেশে ঢুকে ৫০-১০০টা বোমা ফেলে দিয়ে ধ্বংস করে আসবেন।

রাখীর সঙ্গে একই অনুষ্ঠানে উপস্থিত ছিলে রেস্টলার খালিও। তিনিও বলেন, ‘মোদী যা করছেন, ঠিক করছেন।’

এদিকে, ইতিমধ্যেই ইসলামাবাদ থেকে দেশে ফিরেছেন বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন। সড়কপথে লাহোরের উদ্দেশ্যে রওনা দেন অভিনন্দন।

সূত্র : কলকাতা২৪

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি