ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সালমান ও ববির নাচের ভিডিও ভাইরাল

প্রকাশিত : ১৫:২৭, ২ মার্চ ২০১৯ | আপডেট: ১৬:১৬, ২ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

বলিউডের সুপারস্টার সালমান খানকে প্রায়শই দেখা যায় কাছের বন্ধুবান্ধবদের নিয়ে পার্টিতে মাততে। শুটিংয়ের ব্যস্ত রুটিন থেকেই তিনি এর জন্য ঠিক সময় বের করে নেন। সেই সব পার্টিতে তুমুল নাচতে দেখা যায় বলিউডের সল্লুভাইকে।

চণ্ডীগড়ে চলছে সেলিব্রিটি ক্রিকেট লিগ। সেই খেলায় অংশ নিয়েছেন সালমান খানের ভাই সোহেল খান। ভাইকে সঙ্গ দিতে কাজের ফাঁকে সময় বের করে সালমান উড়ে গিয়েছেন চণ্ডীগড়ে। সেখানেই ভাই ও কাছের বন্ধুবান্ধদের নিয়ে পার্টিতে মেতেছিলেন তিনি।

সেই পার্টিতেই ‘গুর নাল ইস্ক মিঠা’ গানের সুরে নাচতে দেখা গেল সালমানকে। ওই গানের সুরে সালমানের সঙ্গে নাচলেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা ববি দেওল। ঘরোয়া পার্টিতে দুই বলিউড অভিনেতার একসঙ্গে নাচের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

চণ্ডীগড়ের ওই পার্টিতে ববি ও সালমান ছাড়াও ছিল রিতেশ দেশমুখ, শাকিব সালিম, বাদশা ও সালমানের অন্যান্য ঘনিষ্ঠ বন্ধুরা। সালমান ও ববি দেওলের বন্ধুত্ব অনেকদিনের। ‘হিরো’ ও ‘রেস ৩’ ছবিতে দু’জনের অভিনয় নজর কেড়েছিল দর্শকদের।

ভিডিওটি দেখতে

https://www.instagram.com/p/Buc4S03HxqP/

তথ্যসূত্র: আনন্দবাজার

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি