ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

ক্যানসারের খবর কেন শেয়ার করেছিলেন সোনালি?

প্রকাশিত : ১৩:৫৯, ৩ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রে। নিউ ইয়র্কে তার চিকিত্সা চলছিল। আপাতত তিনি মুম্বাইতে। প্রথম থেকেই শারীরিক সমস্যার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন অভিনেত্রী।

তার যে ক্যানসার হয়েছে, এ খবর লুকিয়ে রাখতে চাননি। প্রথম দিন থেকেই কেন ক্যানসারের কথা প্রকাশ্যে বলেছিলেন তা শেয়ার করলেন সোনালি।

সোনালি জানিয়েছেন, তিনি পাবলিক ফিগার। তার পেশার কারণেই বহু মানুষ তাকে চেনেন। ক্যানসার ধরা পড়ার পরই লড়াই করতে চেয়েছিলেন তিনি। পাশে পেয়েছেন পরিবার এবং বন্ধুদের।

তার লড়াই যাতে আরও ক্যানসার আক্রান্তদের অনুপ্রাণিত করে, তাকে দেখে যাতে অসুস্থতরা বাঁচার রসদ খুঁজে পান, সে কারণেই প্রথম থেকেই নিজের সমস্যার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন।

চিকিত্সার প্রতিটি ধাপ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সোনালি। কেমোথেরাপির ফলে মাথার চুল উঠে গিয়েছে। সেই অবস্থাতেও নিজের ছবি শেয়ার করেছেন। আবার কখনও বা ব্যবহার করেছেন উইগ।

কিন্তু কখনও লড়াইয়ের সাহস হারাননি তিনি। মনের জোর বাড়াতে মনরোগ বিশেষজ্ঞের সাহায্য নিয়েছেন। সে কথা স্বীকার করতেও পিছ পা হননি। 

মুম্বাইয়ে ফিরে কিছু বিজ্ঞাপনের কাজ শুরু করেছেন সোনালি। ফিরেছেন চেনা শুটিং ফ্লোরে। প্রতিকূলতা যাই আসুক না কেন, সাহসী হওয়ার বার্তা দিয়েছেন সোনালি।

তথ্যসূত্র: আনন্দবাজার

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি