ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিজের নাম গোপন করেছিলেন বিরাট!

প্রকাশিত : ১৫:৩৩, ৫ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

বিরাট কোহলি। এই নামেই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ককে চেনেন সবাই। কিন্তু বিরাট নাকি ভুয়া নাম ব্যবহার করেছিলেন! আর এ ঘটনা ঘটেছিল তার বিয়ের সময়। এতদিন পর সেই কথা প্রকাশ করলেন স্ত্রী আনুশকা শর্মা।

২০১৭-র ডিসেম্বরে ইতালিতে বিরাট-আনুশকার বিয়ে হয়। স্বপ্নের সে বিয়ের অনুষ্ঠান নিয়ে মিডিয়ার উৎসাহ ছিল বেশ। সাধারণ দর্শকও প্রিয় তারকাদের বিয়ের খবর জানতে আগ্রহী ছিলেন। সে সময়ই নাকি নিজের নাম বদলে ফেলেছিলেন বিরাট।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আনুশকা জানিয়েছেন, নিজেদের বিয়ের খবর গোপন রাখতে চেয়েছিলেন তারা। সে কারণে ভুয়ো নাম, ভুয়ো পরিচিতি ব্যবহার করেছিলেন। কেটারিং, বিয়ের ভেনু বুক করার সময় নিজের নাম ‘রাহুল’ বলেছিলেন বিরাট। পরিবার এবং ঘনিষ্ঠ কিছু বন্ধু ছাড়া কাউকে জানতে দেননি ইতালিতে কাদের বিয়ে হতে চলেছে। নিরাপত্তার খাতিরেই এই পদক্ষেপ করেছিলেন বলে জানিয়েছেন আনুশকা।

সূত্র : আনন্দবাজার

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি