ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফারহান-শিবানীর আংটি বদল!

প্রকাশিত : ১৫:৪৩, ৫ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

কখনও দেশের বাইরে নির্জন সমুদ্র সৈকতে, আবার কখনও মুম্বাইতেই ডিনার ডেট, বিভিন্ন সময় বিভিন্ন ভাবেই দেখা গেছে ফারহান আখতার এবং শিবানীকে। নিজেদের সম্পর্ক নিয়ে কোনও লুকোচুরি ছিলো না তাদের। এবার আংটি বদলও সেরে ফেললেন এই জুটি!

সোশ্যাল মিডিয়ায় সদ্য একটি ছবি শেয়ার করেছেন ফারহান। সেখানে দেখা যাচ্ছে, দু’জনের হাতেই রয়েছে আংটি। এ ছবি দেখার পর বলিউডের একটা বড় অংশ মনে করছেন, খুব শিঘ্রই হয়তো বিয়ের দিনও ঘোষণা করবেন এই জুটি।

তবে সম্পর্কের কথা প্রকাশ্যে অস্বীকার করেননি ফারহান-শিবানী। কিছুদিন আগে সাংবাদিকদের শিবানী বলেন, ‘আমি কিছু সিক্রেট রাখতে চাই না। কিন্তু সবাইকে এই কথা বলার মতোও কিছু নয়। ডেট করলে সেটা ঘোষণা করতে হবে নাকি? ব্যক্তিগত জীবনের কোন তথ্য কখন শেয়ার করব, সেটা তো আমি ঠিক করব…।’

উল্লেখ্য, ফারহানের প্রোডাকশন থেকে সম্প্রতি মুক্তি পেয়েছে ‘গাল্লি বয়’। যেটি পরিচালনা করেছেন তার বোন জোয়া। তবে ফারহান নিজে ফের কবে ফ্লোরে ফিরছেন, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও ইঙ্গিত দেননি। আপাতত ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত তিনি।

সূত্র : আনন্দবাজার

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি