ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘ভারত’র শুটিং শেষ, এবার মুক্তির অপেক্ষা

প্রকাশিত : ১৬:০৪, ৫ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

শেষ হল ‘ভারত’ সিনেমার শুটিং। সিনেমার প্রযোজক অতুল অগ্নিহোত্রী। সম্প্রতি তিনি শুটিং শেষের ছবি ও ভিডিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।

প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে কাজ শেষে বিধ্বস্ত ক্যাটরিনা অতুলের স্ত্রী আলভিরাকে জড়িয়ে ধরে বলছেন, ‘অবশেষে শেষ হল’।

এ সময় সুনীল গ্রোভার ও সালমান খানকেও বলতে শোনা যায়, ‘শেষ হল’।

আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’ সিনেমাটি আদতে কোরিয়ান যুদ্ধ নাটক ‘অ্যান ওড টু মাই ফাদার’-এর থেকে অনুপ্রাণিত। এই সিনেমায় সালমানকে বিভিন্ন বয়সে বিভিন্ন লুকে দেখা যাবে।

এর আগে জানুয়ারি মাসে মুক্তি পেয়েছিল ‘ভারত’র এই টিজার। ভয়েসওভারে সালমান বলেছিলেন, তার বাবা দেশের নামে তার নাম রেখেছিলেন ভারত। তাই তার জাত, শ্রেণি, ধর্ম নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই। চিত্রনির্মাতার মতে ভারত আসলে ‘একজন মানুষ ও একটি দেশের এক সঙ্গে পথ চলার গল্প’।

 

ষাটের দশকের একটি সার্কাসের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘ভারত’। যেখানে সালমান একজন স্টান্টম্যানের চরিত্রে অভিনয় করেছেন। তিনি সিনেমায় একজন ট্রাপিজ শিল্পী।

আশা করা যাচ্ছে সিনেমাটি ২০১৯ সালের ঈদে মুক্তি পাবে।

সূত্র : এনডিটিভি

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি