চিত্রনায়িকা শবনম পাচ্ছেন আলোকিত নারী সম্মাননা
প্রকাশিত : ১১:০২, ৬ মার্চ ২০১৯
দেশের কিংবদন্তি চিত্রনায়িকা শবনম। আসছে নারী দিবসে বিশেষভাবে সম্মানিত হচ্ছেন তিনি। আগামী ৮ মার্চ ‘আলোকিত নারী ২০১৯’ নামে একটি সম্মাননা অনুষ্ঠানে সম্মানিত করা হবে তাকে।
দীর্ঘ পঞ্চাশ বছরের বেশি সময় ধরে চলচ্চিত্রে অভিনয় করেছেন এ অভিনেত্রী। বাংলাদেশের সংস্কৃতির বিকাশে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ ‘আলোকিত নারী’ সম্মাননা দেয়া হচ্ছে বলে জানা গেছে।
এ প্রাপ্তি প্রসঙ্গে শবনম বলেন, ‘ধন্যবাদ আয়োজকদের আমাকে নারী দিবসে আলোকিত নারী সম্মাননায় ভূষিত করার উদ্যোগ নেয়ার জন্য। নিঃসন্দেহে এ সম্মাননা আমার চলার পথকে আরও অনেক বেশি অনুপ্রাণিত করবে। কারণ একজন নারী হিসেবে এ স্বীকৃতি আমাকে আরও আলোকিত করবে। আজ আমার স্বামী সঙ্গীত পরিচালক রবিন ঘোষ বেঁচে থাকলে অনেক খুশি হতো। আমার ছেলে রনি এ সম্মাননার কথা শুনে ভীষণ খুশি হয়েছে। এ সম্মাননার সঙ্গে সম্পৃক্ত সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা।’
অনুষ্ঠানটি আয়োজন করেছে- বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি।
উল্লেখ্য, বাংলাদেশি চলচ্চিত্রে অভিনয় করে শবনমের যাত্রা শুরু হলেও দীর্ঘ সময় তিনি পাকিস্তানি চলচ্চিত্রে অভিনয় করেছেন। সেখানকার সর্বোচ্চ স্বীকৃতি নিগার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন তিনি এগারোবার।
সর্বশেষ তাকে কাজী হায়াত পরিচালিত ‘আম্মাজান’ চলচ্চিত্রে দেখা গেছে। এ চলচ্চিত্রে তিনি প্রয়াত নায়ক মান্নার মায়ের ভূমিকায় অভিনয় করেন।
এসএ/