সাফার ইচ্ছা
প্রকাশিত : ১১:৪২, ৬ মার্চ ২০১৯
এ সময়ের পরিচিত মডেল ও অভিনেত্রী সাফা কবির। ছোট পর্দায় তার সরব উপস্থিতি। তবে মাঝে মধ্যে উপস্থাপনায়ও দেখা যায় তাকে। এ মুহুর্তে নাটকে অভিনয় করলেও বড় পর্দায় আগ্রহ রয়েছে তার।
সম্প্রতি বেশ কয়েকটি খণ্ড নাটকের শুটিং শেষ করেছেন তিনি। এর মধ্যে রাইসুল তমালের ‘ডিম ভাজি’, বাবু সিদ্দিকীর ‘মেঘলা মেঘলা দিন’, অঞ্জন আইচের ‘রাজকুমারী’ অন্যতম। সাফা ধারাবাহিক নাটকের চেয়ে খণ্ড নাটককেই প্রাধান্য দিচ্ছেন বেশি।
কারণ হিসেবে তিনি বলেন, ‘খণ্ড নাটকে অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। ভালোলাগার কাজ বলা চলে। মানসিকভাবেও চাপে থাকতে হয় না।’
ধারাবাহিক নাটক নিয়ে তিনি বলেন, ‘এখানে কিছুটা চাপে থাকতে হয়। অভিনয় করে মজাও পাই না তেমন। আর বর্তমানে বেশিরভাগ ধারাবাহিক নাটক একটা সময় ধারাবাহিকতা হারায়। যে বিষয়টি নিয়ে খুব চাপে থাকতে হয় তা হচ্ছে, মাসের নির্দিষ্ট কিছুদিন শুটিং করতেই হয়, যা অনেক সময় সম্ভব হয় না।’
উপস্থাপনা প্রসঙ্গে সাফা বলেন, ‘‘লাভ স্ট্রাইক বাই সাফা কবির’ নামে একটি রেডিও অনুষ্ঠান উপস্থাপনা করছি। ভালোলাগা থেকেই করা। তবে সব ধরনের অনুষ্ঠান উপস্থাপনা করি না।’
চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘চলচ্চিত্রে অভিনয় করার ইচ্ছা অবশ্যই আছে। অনেক প্রস্তাবও পেয়েছি। কিন্তু আমার ভালোলাগাকে প্রাধান্য দিয়েছি, তাই করিনি। ভালো গল্প ও চরিত্রের চলচ্চিত্র পেলে অভিনয় করব।’
এসএ/