ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মুকেশের ছেলের বিয়েতে নতুন লুকে  ঐশ্বরিয়া

প্রকাশিত : ১১:০৫, ১১ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

মুকেশ অম্বানীর ছেলে আকাশের বিয়ে। একাধিক বলিউড তারকা মঞ্চে রয়েছেন। ঐশ্বরিয়া রায় বচ্চন, প্রিয়ঙ্কা চোপড়া, করণ জোহর, নীতা অম্বানীসহ আরো অনেকে। বিয়েতে নতুন লুকে দেখা গেছে ঐশ্বরিয়া রায় বচ্চনকে।

মুম্বাইয়ের জিয়ো ওয়ার্ল্ড সেন্টারে সাত পাকে বাঁধা পড়লেন আকাশ অম্বানী আর শ্লোকা মেহতা। গুজরাতি সনাতনী প্রথায় বিয়ে হল আকাশের। মা নীতা অম্বানী গোটা অনুষ্ঠানে সব নিয়ম মেনে পালন করেছেন। একই সঙ্গে ঈশা অম্বানীও বেশ কিছু নিয়ম পালন করেন।

মিউজিক্যাল ফাউন্টেন-ডান্স শো-ই বিয়েরঅনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল। ঈশা-আনন্দের বন্ধু রাধিকা মার্চেন্ট-সহ গোটা অম্বানী পরিবার মেতে উঠেছিল নাচ-গানে। বিশ্বের প্রতিটি দেশের খাবার ছিল আকাশের বিয়ের অনুষ্ঠানে।

অতিথিরা জানিয়েছেন, অনুষ্ঠানের আসল আকর্ষণ অম্বানীদের আতিথেয়তা। ১৫০ জন ভারতীয় ও বিদেশি শিল্পী রাস লীলা পারফর্ম করেছেন আকাশের বিয়েতে। হিন্দি গানের সঙ্গে পারফর্ম করেছেন বলি সেলেবরাও।

তথ্যসূত্র: আনন্দবাজার

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি