ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

স্বাধীনতার মাসে প্রাঙ্গণেমোর-এর ৭টি প্রদর্শনী

প্রকাশিত : ২৩:১৯, ১১ মার্চ ২০১৯ | আপডেট: ১৬:০৪, ১২ মার্চ ২০১৯

বাংলাদেশের অন্যতম প্রধান নাট্যদল ‘প্রাঙ্গণেমোর’ স্বাধীনতার এই মাসে আমন্ত্রিত হয়ে ১৬ দিনে ৭টি জেলায় ৪টি নাটকের ৭টি প্রদর্শনী করতে যাচ্ছে।

১২ মার্চ সিলেটে ‘ঈর্ষা’, ১৬ মার্চ রাজশাহীতে ‘হাছনজানের রাজা’, ১৮ মার্চ কুমিল্লাতে ‘হাছনজানের রাজা’, ২০ মার্চ জয়পুরহাটে ‘আওরঙ্গজেব’, ২২ মার্চ রংপুরে ‘ঈর্ষা’, ২৪ মার্চ সিরাজগঞ্জে ‘হাছনজানের রাজা’ এবং ২৭ মার্চ মাদারীপুরে ‘কনডেম্ড সেল’ নাটকগুলো প্রদর্শিত হবে।

‘ঈর্ষা’, ‘হাছনজানের রাজা’ ও ‘আওরঙ্গজেব’ নাটকগুলো নির্দেশনা দিয়েছেন বিশিষ্ট নাট্যকার, নির্দেশক ও অভিনেতা অনন্ত হিরা এবং ‘কনডেম্ড সেল’ নাটকটি নির্দেশনা দিয়েছেন নির্দেশক ও অভিনেতা আওয়াল রেজা।

‘হাছনজানের রাজা’ নাটকটি রচনা করেছেন শাকুর মজিদ, ‘কনডেম্ড সেল’ নাটকটি রচনা করেছেন অনন্ত হিরা এবং ‘ঈর্ষা’ নাটকটির নাট্যকার সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি