ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বনশালির ছবিতে শাহরুখ-সালমনের সঙ্গে আলিয়া!

প্রকাশিত : ১৫:১০, ১২ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

আলিয়া ভাট এখন বি-টাউনের অন্যতম ব্যস্ত তারকা। আলিয়াকে নিয়ে এখন সকলেই কাজ করতে চাইছেন। একের পর এক ছবিতে কাজ করছেন তিনি। ‘রাজি’, ‘গলি বয়’, ‘ব্রহ্মাস্ত্র’, ‘কলঙ্ক’, ‘তখত’, ‘সড়ক-২’ সহ একাধিক ছবি নিয়ে ব্যস্ত আলিয়া।

এমনকি ধর্মা প্রোডাকশন প্রযোজিত অরুণিমা সিনহার বায়োপিকেও দেখা যাবে তাকে। এবার শোনা যাচ্ছে সঞ্জয়লীলা বনশালিও আলিয়াকে নিয়ে কাজ করতে চাইছেন।

জানা যাচ্ছে, সঞ্জয়লীলা বনশালির নিজস্ব প্রযোজনা সংস্থার নতুন ছবিতে দেখা যাবে শাহরুখ-সালমান জুটিকে। আর তাদের বিপরীতেই নেওয়া কথা হয়েছে আলিয়া ভাটকে। যদিও আলিয়া এখনও এই ছবির জন্য সই করেননি।

তবে বনশালির এই ছবিতে কাজ করা একপ্রকার নিশ্চিত। পাশাপাশি বনশালির অপর একটি ( নাম-গাঙ্গুবাই) ছবিতে প্রিয়াঙ্কাকে কেন্দ্রীয় চরিত্রে নেওয়ার কথা ভাবা হয়েছে।

এদিকে একের পর এক ছবি নিয়ে আলিয়া নাকি এতটাই ব্যস্ত, যে রাজামৌলির বিগ বাজেট তেলেগু ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন আলিয়া।

তথ্যসূত্র: জি নিউজ

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি