ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তৈমুরের ন্যানির বেতন কত!

প্রকাশিত : ১৪:৩৫, ১৪ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

কারিনা পুত্র তৈমুর আলি খান। তার জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। তৈমুরের সঙ্গে সব সময় পাপারাৎজির ক্যামেরায় একজন নারীকে খুব বেশি দেখা যায়। কে তিনি? এমন প্রশ্ন অনেকেরই। তিনি আর কেউ নন, তৈমুরের ন্যানি সাবিত্রী। পাপারাৎজি ও সোশ্যাল মিডিয়ায় দৌলতে সব সময়ই তিনি খবরের শিরোনামে উঠে আসেন। কিন্তু এই তৈমুরের ন্যানির বেতন কত? এমন প্রশ্ন অনেকেরই।

জানা গেছে, ভরতের অনেক আমলার থেকেও বেশি বেতন তার। তৈমুরের এই ন্যানি নাকি মাসে দেড় লক্ষ টাকা বেতন পান।

সম্প্রতি, টক শো ‘পিঞ্চ বাই আরবাজ’-এ কারিনাকে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বেশ বিরক্ত হন।

প্রশ্ন করা হয় তৈমুরের ন্য়ানির বেতন নাকি দেশের অনেক আমলার থেকেও বেশি?

করিনা পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, ‘তাই নাকি? কী করে যে লোকে এসব জানতে পারে বুঝি না। কারোর এবিষয়ে প্রশ্ন থাকে মন্ত্রীসভায় গিয়ে করুন। আমার সন্তান কীভাবে ভালো থাকবে সুরক্ষিত থাকবে সেসবের উপরে কোনও মূল্য আমার কাছে নেই। এক্ষেত্রে শিশু ভালো থাকবে সেটাই শেষ কথা। উনি আমার ছেলেকে সবসময় দেখেন ওনাকে বেতন দেওয়া আমার কর্তব্য।’

প্রসঙ্গত, জুহুর নামে একটি সংস্থার মাধ্যমে কারিনা তৈমুরের জন্য এই ন্যানি খুঁজে পেয়েছিলেন। একই সংস্থা থেকে ন্যানি পেয়েছিলেন সোহা আলি খান ও তুষার কাপুর সহ আরও অনেক তারকা।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি