ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আবারও সোনালির লড়াই শুরু

প্রকাশিত : ১৫:১৫, ১৬ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রে। নিউইয়র্কের একটি হাসপাতালে চলছে তার চিকিৎসা। কিছুদিন বিরতির পর আবারও চলছে ক্যান্সারের চিকিৎসা।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটি ছবি পোস্ট করেছেন সোনালি। সেখানে তিনি লিখেছেন- ‘অন্য রকম পোশাক, অন্য রকম গয়না রোলার কোস্টারের মতো জীবনে ছোট্ট একটা স্পট! ফিরছি আবার।’

সোনালি প্রথম থেকেই নিজের শরীরে বাসা বাধা ক্যান্সারের খবর প্রকাশ্যে আনেন। কারণ তিনি এর বিরুদ্ধে লড়াই করতে চেয়েছিলেন। সেই লড়াইয়ে সোনালির পাশে ছিলেন তার পরিবার ও বন্ধুরা। ফলে চিকিৎসার প্রতিটি ধাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন অভিনেত্রী। ক্যান্সারের কেমোথেরাপি দেওয়ার পর তার সব চুল পড়ে গিয়েছিল। সেই অবস্থায় নিজের ছবিও শেয়ার করেন।

সোনালি বলেন, ‘ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর আমি মানসিক ভাবে কিছুটা ভেঙে পড়েছিলাম। কিন্তু যখন চিন্তা করলাম আমায় লড়তে হবে। মনের জোর বাড়াতে মনোরোগ বিশেষজ্ঞের সহযোগিতা নিয়েছি।’

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি