ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

নিজেকে উভকামী বললেন অম্বর হার্ড

প্রকাশিত : ১৪:৪০, ১৭ মার্চ ২০১৯

অভিনেত্রী অম্বর হার্ড। জনি ডেপের প্রথম স্ত্রী। যদিও সে সংসার টিকেনি বেশিদিন। সম্প্রতি নিজেকে উভকামী বলে জানালেন এই অভিনেত্রী। 

এক নিঃশ্বাসে তিনি বলেন, ‘আমার জন্ম টেক্সাসের অস্টিনে। এক ধার্মিক পরিবারে আমার বেড়ে ওঠা। আমার বাবা এসব দিক দিয়ে খুবই কড়া ছিলেন। আমি বেশি কথা বলতে ভালোবাসি, আমি নিরামিশাশি এবং হ্যাঁ আমি উভকামী। অর্থাৎ আমি নারী ও পুরুষ উভয়ের প্রতি আকৃষ্ট। আর আমার প্রথম প্রেমিকা ছিল, প্রেমিক নয়।’

নিজের সম্পর্ক নিয়ে অম্বর আরও বলেন, ‘প্রথম যখন আমি একটি মেয়েকে প্রেম নিবেদন করেছিলাম সে কিন্তু আমায় ফিরিয়ে দিয়েছিল। কারণ তার পরিবার আমাকে মেনে নেয়নি। তারপর আমি প্রচুর কান্নাকাটি করেছিলাম। এরপর পাঁচ বছর আমার বাড়ির সঙ্গে কোনওরকম যোগাযোগ ছিল না। কিন্তু সিনেমায় অভিনয়ের জন্য যখন পুরস্কার পাওয়া শুরু করি তখন তার বাবা-মা আমার সঙ্গে কথা বলা শুরু করেন। ভ্যান রি-এর সঙ্গে আমার সম্পর্ক তখন তুঙ্গে। দীর্ঘ ছয় বছরের সম্পর্কের পর আমি বেরিয়ে আসি। আর এখন অন্য একটি মেয়ের সঙ্গে আমার সম্পর্ক। আমার কাছে ভালোবাসাই সব। সেখানে ছেলে বা মেয়ে কোনও বাধা নয়। আমি মানুষকে ভালোবাসতে জানি।’

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি