ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

প্রবীণ স্থির চিত্রগ্রাহক ফিরোজ এম হাসান আর নেই

প্রকাশিত : ২২:১৭, ১৭ মার্চ ২০১৯ | আপডেট: ২২:১৯, ১৭ মার্চ ২০১৯

প্রবীণ সিনেস্থির চিত্রগ্রাহক ফিরোজ এম হাসান (৮২) না ফেরার দেশে পাড়ি জমালেন। সবশেষ তিনি ছায়ালোক সিনে ম্যাগাজিনে কর্মরত ছিলেন। আজ সন্ধ্যায় ৭ টায় তার উত্তরাস্থ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বাসা উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১৮ নাম্বার রাস্তার ২৪ নাম্বার বাসা।

উল্লেখ্য, গত বছর ১৬ই অক্টোবরে বিএফডিসির জহির রায়হান কালারল্যাব ভিআইপি প্রজেকশন হলে ফিরোজ এম হাসানের ৮২তম জন্মদিন উপলক্ষে ‘সিনে ম্যাগাজিন ছায়ালোক’ এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। অনুষ্ঠানে ওমর সানী, নায়িকা পপি, ইলোরা, দিলারাসহ অনেকে উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে ফিরোজ এম হাসানের তোলা সত্তর আশির দশকের বিভিন্ন ছবির স্টিল প্রদর্শন করা হয়। তিনি চলচ্চিত্রের রাজ্জাক, শাবানা থেকে শুরু করে এই প্রজন্মের অসংখ্য তারকার ছবির চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি