ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বানসালির ‘গাঙ্গুবাই’তে প্রিয়াঙ্কা চোপড়া

প্রকাশিত : ১৫:০৫, ২১ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

বলিউড-হলিউড, দুই ইন্ডাস্ট্রির আলোচিত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। বিয়ের পর সংসার ও স্বামী নিয়ে ব্যাস্ত রয়েছেন তিনি। তবে এরই মধ্যে নতুন সংবাদ প্রকাশ পেয়েছে। ‘পদ্মাবত’ নির্মাতা সঞ্জয়লীলা বানসালির নতুন সিনেমা ‘গাঙ্গুবাই’তে অভিনয় করবেন প্রিয়াঙ্কা। 

সম্প্রতি সালমান খান ও আলিয়া ভাটকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন বলিউডের পরিচালক সঞ্জয়লীলা বানসালি। সিনেমার নাম ‘ইনশাল্লাহ’। সিনেমাটির শুটিং খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে। ২০২০ সালের ঈদে এটি মুক্তি পাবে।

‘গাঙ্গুবাই’ সিনেমাটি প্রসঙ্গে সঞ্জয়লীলা বানসালি বলেন, ‘গল্পটা আমার খুব পছন্দ হয়েছে। এটি আমার কাছে অনেকদিন ধরেই রয়েছে এবং এই গল্প নিয়ে আমি সিনেমা নির্মাণ করবো। প্রিয়াঙ্কা ও আমি সিনেমাটি নিয়ে আলোচনায় করছি।’

এর আগে বানসালির পরিচালনায় ‘বাজিরাও মাস্তানি’তে প্রিয়াঙ্কা অভিনয় করেছিলেন। ‘গাঙ্গুবাই’ তাদের একসঙ্গে দ্বিতীয় প্রজেক্ট।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি