আবারও দুর্ধর্ষ পুলিশের চরিত্রে রানী
প্রকাশিত : ১২:৩৬, ২৯ মার্চ ২০১৯
বলিউড অভিনেত্রী রানী মুখার্জি। দিনে দিনে তার বয়স বেড়েছে, কিন্তু আবেদন একটুও কমেনি নায়িকার। এখনও রানী অভিনিত সিনেমা মানেই দর্শক মহলে বেশ প্রশংসিত। এরই মধ্যে বিভিন্ন চরিত্রে নিজের ভিন্ন মাত্রার অভিনয় দর্শকদের মধ্যে বহুবার আলোড়ন ফেলেছে।
এবার দুর্ধর্ষ নারী পুলিশের চরিত্রে দেখা যাবে রানী মুখার্জিকে। সিনেমার নাম ‘মর্দানি-টু’। এ সিনেমায় শিবানী শিবাজি রায় নামের একজন নারী পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন তিনি। যিনি সব রকম বাধা বিপত্তি উপেক্ষা করে চালিয়ে যান তার কাজ। অনড় থাকেন নিজের কর্তব্যে। শিশু পাচার চক্রের এক কাণ্ডারির সঙ্গে তার লড়াই। সেই লড়াই চালিয়ে যেতে নিত্যদিন জন্ম হয় নতুন নতুন ঘটনার।
এমনই গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘মর্দানি-টু’ সিনেমাটি। এটি ‘মর্দানি’ সিনেমার সিকুয়েল। যেখানে আবারও দুর্ধর্ষ নারী পুলিশের চরিত্রে দেখা যাবে রানী মুখার্জিকে। বড় পর্দায় অনেক দিন দেখা মেলেনি বলিউড সুপারস্টার রানীর। কারণ তিনি ঘোষণা দিয়েছিলেন, ক্যারিয়ারের এই পর্যায়ে এসে সেই কাজগুলোই করতে চান, যার মধ্যে দিয়ে শিল্পীসত্তাকে তৃপ্ত করা যাবে। পাশাপাশি দর্শকের কাছেও তুলে ধরা যাবে নতুন এক রানী মুখার্জিকে। সে কারণেই গল্প, চরিত্র, পরিচালক, নির্মাতা প্রতিষ্ঠান- সবকিছু যাচাই করে একেকটি কাজে হাত দিচ্ছেন তিনি। সেদিক থেকে ‘মর্দানি’র সিকুয়েল নিয়ে তিনি দ্বিতীয়বার ভাবেননি।
এ বিষয়ে রানী জানান, ‘মর্দানি’ তার অভিনয় ক্যারিয়ারের ভিন্নধর্মী একটি সিনেমা। যেখানে সমাজের কঠিন বাস্তবতা উঠে এসেছে। যে জন্য তার চাওয়া ছিল, এ সিনেমার সিকুয়েল তৈরি হোক। অবশেষে তার চাওয়া পূর্ণ হয়েছে।
চলতি বছরের শেষ দিকে এটি মুক্তি পাবে বলে জানা গেছে।
এসএ/