ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

দাবাং থ্রি’র শুটিং নিয়ে বিপাকে সালমান

প্রকাশিত : ১০:৪৪, ১২ এপ্রিল ২০১৯ | আপডেট: ১২:১৮, ১২ এপ্রিল ২০১৯

ভারতের মধ্যপ্রদেশে মান্ডু জেলার ঐতিহাসিক জলমহলে সেট বানিয়ে হচ্ছিল দাবাং-থ্রি-র শুটিং। জানা যাচ্ছে, ভারতীয় পুরাতত্ত্ব (আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া)-এর পক্ষ থেকে দাবাং থ্রি-র টিমকে অবিলম্বে ওই শ্যুটিং সেট সরিয়ে নেওয়ার জন্য নোটিস পাঠায়।

অভিযোগ, গত শনিবার ছবির নির্মাতাদের কাছে এই নোটিস পৌঁছলেও তাদের পক্ষ থেকে শ্যুটিং সেট সরিয়ে নেওয়ার বিষয়ে কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া)-এর তরফে যে নোটিস দাবাং-থ্রি-র টিমকে পাঠানো হয়েছে তাতে বলা হয়েছে দেশের প্রাচীন সৌধ ও পুরাতাত্ত্বিক স্থান সংক্রান্ত ১৯৫৮ সালের যে আইন রয়েছে তা মানেনি সালমানের দাবাং-থ্রির টিম।

এছাড়া মধ্যপ্রদেশের মহেশ্বর শহরে নর্মদার তীরে একটি দুর্গে শ্যুটিং করার সময় নাকি একটি প্রাচীন মূর্তিও ভেঙে যায় বলে অভিযোগ।

এ প্রসঙ্গে মধ্যপ্রদেশের সংস্কৃতি দফতরের মন্ত্রী বিজয়লক্ষ্মী সাধো গত সোমবারই জানিয়েছেন, যা হয়েছে তা এক্কেবারেই কাম্য নয়, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে কয়েকদিন আগে মহেশ্বর শহরের নর্মদার পাড়ে শ্যুটিংয়ের সময় সালমান শিবলিঙ্গকে অপমান করছেন বলে অভিযোগ ওঠে।

প্রকাশ্যে আসা একটি ছবিতে দেখা যায় নর্মদার তীরে থাকা একটি শিবলিঙ্গের উপর একটি কাঠের তক্তা পেতে তার উপর দিয়ে সালমান ও তার সেটের অন্যান্য কর্মীরা হাঁটাচলা করছেন। আর এই বিষয়টি নিয়েই তীব্র বিতর্ক তৈরি হয়। অভিযোগ ওঠে সালমান ধর্মীয় ভাবাবেগে আঘাত করছেন।

তথ্যসূত্র: জি নিউজ

এমএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি