বাবা হলেন ব্রিটেন প্রিন্স হ্যারি
প্রকাশিত : ১৫:০৪, ৭ মে ২০১৯
খুশির হাওয়া বইছে ব্রিটিশ রাজ পরিবারে। পুত্র সন্তানের মা হলেন ডাচেস অব সাসেক্স, মেগান মার্কেল। আর বাবা হলেন ব্রিটেন প্রিন্স হ্যারি।
ব্রিটেনের রাণী এলিজাবেথের নাতি প্রিন্স হ্যারি জানিয়েছেন তার স্ত্রী মেগান মার্কেল একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।
ব্রিটিশ রাজ পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে মেগানের সন্তানের ওজন ৩.২ কেজি। মা ও ছেলে দুজনেই ভালো আছেন। এই আনন্দের সময়ে পাশে থাকার জন্য রাজ পরিবারের সকল সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন ডিউক অ্যান্ড ডাচেস অফ সাসেক্সে।
প্রিন্স হ্যারি তার সন্তানের জন্ম হওয়ার বিষয়টিকে এক চমৎকার অভিজ্ঞতা বলে বর্ণনা করেন। নবজাতক শিশুকে স্বাস্থ্যবান উল্লেখ করে তিনি বলেন, এখনো পর্যন্ত সন্তানের নাম কী হবে তারা ঠিক করে উঠতে পারেননি।
প্রিন্স হ্যারি এবং ডাচেস অব সাসেক্স মেগান মার্কেলের প্রথম সন্তান এটি। আর রাজসিংহাসনের উত্তরাধিকারের ক্রমে তাদের সন্তান আছেন সাত নম্বরে।
এর আগে খবর বেরিয়েছিল যে ডাচেস অব সাসেক্স তার বাড়িতেই সন্তানের জন্ম দিতে চেয়েছেন। তবে শেষ পর্যন্ত কোথায় তিনি সন্তান জন্ম দিয়েছেন তা জানা যায়নি।
বাকিংহাম প্রাসাদ থেকে জানানো হয়েছে, তারা এই খবরে দারুণভাবে রোমাঞ্চিত।
প্রসঙ্গত, গত বছর ১৯ মে রাজকীয়ভাবে পরিণয়বদ্ধ হন রানি দ্বিতীয় এলিজাবেথ নাতি হ্যারি ও অভিনেত্রী মেগান মার্কেল।
সূত্র : বিবিসি
এসএ/