ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফার্সি গানে অনন্ত-বর্ষা

প্রকাশিত : ০৯:৪১, ১৩ জুন ২০১৯

Ekushey Television Ltd.

অনন্ত জলিল। দীর্ঘ দিন তিনি পর্দায় নেই। তবে ফিরে আসার প্রস্তুতিটা দারুণ। এক কথায় চমক নিয়ে আসছেন অনন্ত জলিল। তার নতুন চলচ্চিত্র ‘দিন: দ্য ডে’। ইতিমধ্যে সিনেমাটির দৃশ্যধারণ অনেকখানি এগিয়ে গেছে। এবার তিনি একটি গানের শুটিংয়ে অংশ নিলেন। যেখানে তিনি ঠোঁট মেলান ফার্সি ভাষার গানে। তার সঙ্গে ছিলেন নায়িকা বর্ষাও।

ফার্সির পাশাপাশি এতে রাখা হয়েছে বাংলা ভাষাও। গানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের বেলাল খান ও ইরানি গায়ক মো. রেজা হেদায়াতি।

গত ৬ জুন থেকে ইরানের মরুভূমি, শিরাজ ও ইসফাহান নগরীর ঐতিহাসিক স্থানে গানটির দৃশ্যধারণ হয়েছে।

সিনেমার পাণ্ডুলিপি ও গানটি বাংলা থেকে ফারসি ও ফারসি থেকে বাংলায় অনুবাদ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক মুমিত আল রশিদ।

তিনি বলেন, ‘ইরানি গায়ক মো. রেজা হেদায়াতির সঙ্গে বাংলাদেশি গায়ক বেলাল খান গানটিতে কণ্ঠ দিয়েছেন। এই প্রথম বাংলা-ফারসি মিক্সড গান তৈরি হলো। এখানে ঐতিহ্যবাহী ইরানি যন্ত্রানুষঙ্গ থাকছে।’

জানা যায়, এই গানের দৃশ্যে পারসে পোলিস, কবি শেখ সাদী, হাফিজ সিরাজী ও সাইরাস দ্য গ্রেটের সমাধি, চেহেল সোতুন, নাকশে জাহান, সি ও সি পোল, সল্ট লেকসহ দারুণ সব স্থান দেখা যাবে।

সিনেমাটি পরিচালনা করছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। এটি ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মাণ করছেন অনন্ত জলিল।

এবারের লটে ‘দিন: দ্য ডে’ সিনেমার ৭৫ ভাগ শুটিং  শেষ হবে। এরপর খানিক বিরতি দিয়ে বাকি অংশের শুটিং হবে তুরস্কে।

অনন্ত জলিল জানান, ‘দিন দ্য ডে’-এর মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানদের ওপর যে নির্যাতন হচ্ছে, তা তুলে ধরা হবে।

যৌথ প্রযোজনার এ সিনেমাতে অনন্ত, বর্ষা, সুমন ফারুক ছাড়াও ইরান-লেবাননসহ বেশ কয়েকটি দেশের প্রথম কাতারের তারকারা এতে অভিনয় করছেন।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি