‘ঢাকা অ্যাটাক’র পর এবার ‘ঢাকা ২০৪০’
প্রকাশিত : ২৩:১২, ১৮ জুন ২০১৯ | আপডেট: ২৩:২৭, ১৯ জুন ২০১৯

‘ঢাকা অ্যাটাক’ ছবির আলোচিত নির্মাতা দীপঙ্কর দীপন এবার নিয়ে আসছেন ‘ঢাকা ২০৪০’। এতে অভিনয় করবেন নায়ক বাপ্পি চৌধুরী ও ঢাকাই ছবির দুই উজ্জ্বল নায়িকা নুসরাত ইমরোজ তিশা ও নুসরাত ফারিয়া।
ছবিটির গল্প হাবিব রহমান ও দীপঙ্কর দীপনের। ইতোমধ্যে নুসরাত ইমরোজ তিশা, বাপ্পি চৌধুরী ও নুসরাত ফারিয়ার সঙ্গে চুক্তি শেষ। ২০ জুন ঢাকার একটি অভিজাত ক্লাবে বর্ণিল আয়োজনে ছবিটির মহরত করা হবে। সেখানে জানা যাবে বিস্তারিত। ছবিটির পরিচালক এই ছবিটিকে বলতে চাইছেন ফিউচারিস্টিক সোশ্যাল ড্রামা হিসেবে।
স্টুডিও এইটের ব্যানারে নির্মিতব্য ছবিটি নিয়ে দীপন বলেন,‘এটি নির্মাণ একটা নতুন চ্যালেঞ্জ। তবে আমি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। আশা করি ভালো কিছুই হবে।’
ছবিটি প্রসঙ্গে এখনই কোনও মন্তব্য করতে নারাজ তিশা, বাপ্পি ও ফারিয়া। সম্প্রতি ‘অপারেশন সুন্দরবন’ নামে আরও একটা ছবির সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছেন দীপঙ্কর দীপন। এটি নির্মিত হচ্ছে র্যাব বাহিনীর সুন্দরবন অভিযান নিয়ে।
এনএম/এসি