ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শুটিংয়ে আহত সিয়াম

প্রকাশিত : ১৪:২৫, ২৮ জুন ২০১৯ | আপডেট: ১৮:৪৪, ২৮ জুন ২০১৯

Ekushey Television Ltd.

চিত্রনায়ক সিয়াম আহমেদ। ছোট পর্দার এই তারকা এখন বড় পর্দা দাপিয়ে বেড়াচ্ছেন। নিজেকে প্রমাণ করতে কঠর পরিশ্রম করছেন শুটিংয়ের সময়। এবার সেই শুটিং করতে গিয়ে আহত হয়েছেন তিনি।

গত ২৬ জুন দুপুরে সাভার এলাকায় একটি ভবনের নিচতলায় গাড়ি পার্কিংয়ের স্থানে চলছিল ‘শান’ সিনেমার শুটিং। সেখানে অ্যাকশন দৃশ্যে অংশ নিতে গিয়ে কাঁধে চোট পেয়েছেন ‘দহন’-খ্যাত এই তারকা। এরপরও শুটিং চালিয়ে গেলেও পরে বাসায় ফেরার পর অসুস্থ হয়ে পড়েন সিয়াম।

এ বিষয়ে সিয়াম বলেন, ‘২৬ জুন সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিলো। তখনই আঘাত পাই। বিষয়টি পাত্তা দিইনি। ভেবেছিলাম, অল্প ব্যথার পর ঠিক হয়ে যাবে। কিন্তু তা হয়নি। রাতে রুমে ফেরার পর দেখি ডান হাত নড়াতে পারছি না। তখনই বুঝেছি বড় ধরনের আঘাত পেয়েছি।’

তবে বসে নেই অভিনেতা। প্রাথমিক চিকিৎসা নিয়ে শুটিংয়ে ফিরেছেন।

সিয়াম বলেন, ‘কাজের খুব চাপ। এই লটের কাজ শেষ হলে ডাক্তার দেখাব। দেখি কী হয়।’

উল্লেখ্য, অ্যাকশন ঘরানার থ্রিলার সিনেমা ‘শান’। এতে সিয়ামকে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা হিসেবে দেখা যাবে। এটি পরিচালনা করছেন এম রাহিম। পরিচালকের এটিই প্রথম চলচ্চিত্র।

এর আগে এম রহিম ‘পোড়ামন ২’, ‘দহন’ সিনেমাতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। কলকাতার একটি চলচ্চিত্রেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

‘শান’ সিনেমার গল্প লিখেছেন আজাদ খান। এতে আরও অভিনয় করছেন পূজা চেরি, অরুণা বিশ্বাস, চম্পা, তাসকিন, ডন প্রমুখ।

সিনেমাটি প্রযোজনা করছে কুইক মাল্টিমিডিয়া। মুক্তির সময় পরিবেশনা করবে জাজ মাল্টিমিডিয়া।

 

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি