ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এবার নতুন উপস্থাপিকার সঙ্গে সিনেমা করছেন শাকিব

প্রকাশিত : ১০:৩৪, ১১ জুলাই ২০১৯ | আপডেট: ১০:৫৩, ১২ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

শবনম বুবলী, রোদেলা জান্নাতের পর আবারও এক নতুন উপস্থাপিকার সঙ্গে সিনেমা করতে যাচ্ছেন সুপারস্টার শাকিব খান। নতুন এ সিনেমাটির নাম ‘আগুন’। এটি পরিচালনা করবেন বদিউল আলম খোকন। আর কিং খানের সঙ্গে যে উপস্থাপিকা জুঁটি বাধছেন তার নাম জাহারা মিতু।

সিনেমাটির পরিচালক বদিউল আলম খোকন জানান, আগামী ২১ বা ২২ জুলাই থেকে ‘আগুন’-এর শুটিং শুরু হবে।

নায়িকা সম্পর্কে তিনি বলেন, মিতু আগে থেকেই মিডিয়ার সঙ্গে জড়িত। আশা করি তিনি সবার সঙ্গে মানিয়ে কাজ করতে পারবেন। মিতু বিপিএল, বঙ্গমাতা ও বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপের উপস্থাপনা করেছেন। এ ছাড়া বিটিভিসহ বেশ কয়েকটি চ্যানেলে তার উপস্থাপনা করার অভিজ্ঞতা আছে। আর তিনি ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭’-এর প্রথম রানারআপ ছিলেন। ফ্যাশন ডিজাইনার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান হিসেবে চাকরি করেন মিতু।

নতুন সিনেমা ‘আগুন’-এ শাকিব-মিতু ছাড়াও অভিনয় করছেন আমিন খান ও মৌসুমী। এটি প্রযোজনা করছে দেশ মাল্টিমিডিয়া।

এনএম/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি