ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘কি ভাতিজা, নবাব হইছো? রাস্তা চেনো না, ফিডার খাও?’

প্রকাশিত : ১৪:৩৪, ১১ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

ঢাকাই সিনেমার জনপ্রিয় খল নায়ক মনোয়ার হোসেন ডিপজল। আগের মত এখন আর সিনেমাতে তাকে দেখা যাচ্ছে না। তবে এবার অভিনয় করলেন বিজ্ঞাপনে। ‘দেশ আমার দোষ আমার’- শিরোনামের একটি সামাজিক সচেতনতার ক্যাম্পেইনের অংশ হিসেবে নির্মিত হয়েছে বিজ্ঞাপনচিত্রটি। এটি নির্মিত হয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের সৌজন্যে।

বিজ্ঞাপনটিতে বড় পর্দার সেই চিরচেনা ভঙ্গিতে পাওয়া গেছে এই অভিনেতাকে। যেখানে দেখা গেছে, আড়াল থেকে সামনে এসে টোকা দিয়ে ডিপজল বলছেন, ‘কি ভাতিজা, নবাব হইছো? রং সাইডে গাড়ি চালাও- রাস্তা চেনো না, ফিডার খাও?’

বিজ্ঞাপনচিত্রটি প্রসঙ্গে ডিপজল বলেন, ‘মূলত জনসচেতনতা তৈরী করার উদ্দেশ্যেই এই বিজ্ঞাপনটিতে কাজ করেছি। বিজ্ঞাপনটি প্রচার শুরু হবার পর থেকেই অনেকে ফোন দিয়ে এর প্রশংসা করছেন। তাই ভাবছি চলচ্চিত্রের পাশাপাশি আরও কিছু বিজ্ঞাপনে কাজ করবো।’


উল্লেখ্য, ১৯৮৬ সালে মনতাজুর রহমান আকবরের ‘টাকার পাহাড়’ সিনেমাতে নায়ক হিসেবে বড় পর্দায় অভিষেক ঘটে দেশীয় চলচ্চিত্রের এই জনপ্রিয় অভিনেতার। পরবর্তীতে ভিলেন হিসেবে বড় পর্দায় আবির্ভুত হন তিনি। ভিলেন হিসেবে তার জনপ্রিয়তা এখনও ঈর্ষণীয়।

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি