‘# মিটু’ আন্দোলনে তিশা!
প্রকাশিত : ১১:২৯, ২৬ জুলাই ২০১৯ | আপডেট: ১২:৪৩, ২৬ জুলাই ২০১৯
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। যৌন হয়রানির প্রতিবাদে নেমেছেন তিনি। তবে বস্তবে নয়, নাটকের মধ্য দিয়ে। সম্প্রতি তিনি ‘# মিটু’ নামের একটি নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। এটি নির্মাণ করেছেন সাজ্জাদ সুমন।
১৯৫২ এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন।
নাটকটি প্রসঙ্গে নির্মাতা সাজ্জাদ সুমন বলেন, ‘আমাদের দেশে নারীরা নানা ক্ষেত্রে যৌন হয়রানির শিকার হচ্ছেন। ধর্ষণের মতো ঘটনা ঘটে যাচ্ছে একের পর এক। তাই সমাজের সর্বস্তর থেকে যৌন হয়রানির প্রতিরোধ করতে হবে। তা না হলে আমাদের দেশে ধর্ষণ বন্ধ হবে না। আর সেই ভাবনা থেকেই নাটকটি নির্মাণ করেছি।’
গল্পে দর্শক দেখতে পাবেন তিশা যৌন হয়রানির শিকার হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে #মিটু দিয়ে অভিযোগ তুলে ধরেন। এরপর যৌন হয়রানিকারীদের বিরুদ্ধে সবাই সোচ্চার হয়।
তিশা ছাড়াও এতে অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, লুৎফুর রহমান জর্জ, সুজাত শিমুল, টিনু করিম প্রমুখ।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নির্মাণ করা হয়েছে নাটকটি।
এসএ/