ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

দেবরের বউয়ের সঙ্গে মেতেছেন প্রিয়াঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৯, ৬ আগস্ট ২০১৯ | আপডেট: ১২:৫১, ৬ আগস্ট ২০১৯

বলিউড ক্যারিয়ারকে একপ্রকার দূরেই ঠেলে দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। বিয়ে করে স্বামী নিকের সঙ্গেই সময় কাটাচ্ছেন তিনি। এবার মিয়ামিতে ছোট জা সোফি টার্নারের (দেবরের স্ত্রী) সঙ্গে দেখা গেল তাকে। সেখানে একটি পারফিউমের দোকানে ক্যামেরাবন্দি হন প্রাক্তন এই বিশ্বসুন্দরী।

ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া এবং সোফি টার্নারকে এক সঙ্গে দেখা যায়। পাশাপাশি প্রিয়াঙ্কা চোপড়া এবং সোফি টার্নারের সঙ্গে তাদের আরও দুই বান্ধবীকেও দেখা যায়।

ছবিতে প্রিয়াঙ্কাকে নীল রঙের একটি পোশাক পরতে দেখা যায়। নীল রঙের পোশাকের সঙ্গে প্রিয়াঙ্কার ঠোঁটে লেগেছিল অমলিন হাসি। ছোট জা এবং আরও দুই বান্ধবীর সঙ্গে ঘুরতে বেরিয়ে প্রিয়াঙ্কা যে বেশ মজায় রয়েছেন, তা ছবি দেখলেই বোঝা যাচ্ছে।

প্রসঙ্গত, গত ডিসেম্বরে রাজস্থানের উমেদ ভবনে বসে প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের বিয়ের আসর। প্রথমে খ্রীস্টান মতে এবং পরে হিন্দু রীতিতে গাঁটছড়া বাঁধেন প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস। রাজস্থানের উমেদ ভবনে নিক-প্রিয়াঙ্কার বিয়ের পর দিল্লি এবং মুম্বাইতে পর পর ৩ বার বসে তাদের রিসেপশনের আসর। এরপর থেকে তারা এক সঙ্গেই সময় কাটাচ্ছেন।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি