ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

৩৭০ ধারা বাতিল নিয়ে সিনেমা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৮, ৭ আগস্ট ২০১৯

ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা ৩৭০ ধারা তুলে নিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। ভারত সরকারের এ পদক্ষেপের বিরুদ্ধে কঠোর আলোচনা সমালোচনা চলছে। 

বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি এ বিষয়ে মুখ খুলছেন বলিউড সেলেবরাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে অনুপম খের, কঙ্গনা রানাওয়াত, রবীনা ট্যান্ডনের মতো সেলেবদের মতামতে ভরে উঠেছে। এবার সেই তালিকায় নাম লেখালেন রাখি সাওয়ান্তও।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল নিয়ে মুখ খোলেন রাখি সাওয়ান্ত। প্রথমেই তিনি ৩৭০ ধারা বাতিল করার জন্য নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান।

এরপর তিনি বলেন, কাশ্মীর এবার সম্পূর্ণভাবে ভারতের হয়ে গেল । মোদির মতো জননেতাই ভারতবাসীকে রাস্তা দেখাতে পারেন।

এসময় রাখি সাওয়ান্ত খুব শিগগির ৩৭০ ধারা বাতিল নিয়ে একটি সিনেমা তৈরি করার কথা জানান। 

উল্লেখ্য, গত সোমবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেন, ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা রদ করা হলো। এ ঘোষণার ফলে রাজ্যের মর্যাদা হারিয়েছে জম্মু ও কাশ্মীর। এসময় তিনি জম্মু ও কাশ্মীরকে পুনর্গঠনেরও ঘোষণা দেন।

এমএইচ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি