এবার ঈদে হুমায়ূন আহমেদের ৭ নাটক
প্রকাশিত : ০৯:৩৯, ১০ আগস্ট ২০১৯
এবারের ঈদে প্রচার করা হচ্ছে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় ৭টি নাটক। এগুলো প্রচার করবে চ্যানেল আই।
ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ১১টা ১৫ মিনিটে নাটকগুলো দেখানো হবে। ঈদের দিন দেখানো হবে ‘বুয়া বিলাস’ নাটক। ঈদের পরের দিন প্রচার হবে ‘মহান চিকিৎসক ওয়াং পি’। তৃতীয় দিনের আয়োজনে থাকছে নাটক ‘আমরা তিনজন’। চতুর্থ দিনে ‘চার দুকোনে চার’। পঞ্চম দিনে দেখানো হবে ‘জলে ভাসা পদ্ম’। ষষ্ঠ দিনে ‘মীরার দিন রাত্রী’ এবং ঈদের সপ্তম দিন প্রচার হবে নাটক ‘রহস্য’।
দর্শক সাড়া জাগানো এ নাটকগুলোয় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর, জয়ন্ত চট্টোপাধ্যায়, রিয়াজ, স্বাধীন খসরু, এজাজুল ইসলাম, ফারুক আহমেদ, আলমগীর, আমীরুল হক চৌধুরী, চ্যালেঞ্জার, মীম, মাজনুন মিজান, নাজনীন নাজ, মাসুম আজিজ, সালেহ আহমেদ, গাজী রাকায়েত, শামীম শাহেদ, শম্পা, মুনমুন, বাঁধন, পুতুল, কমল, সুরভী, তুফান, মিঠু, শাওন, অরিন, আঁচল, কনা, মাসুদ আখন্দ, এহসানুর রহমান, শ্রেয়সী, লেখা, শাহীন হাসান প্রমুখ।
এসএ/