ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বুবলীর সন্তুষ্টি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৭, ১৭ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

চিত্রনায়িকা শবনম বুবলী। এবারের ঈদে তার ‘মনের মতো মানুষ পাইলাম না’ সিনেমাটি মুক্তি পেয়েছে। তবে দেশে ডেঙ্গু, বৃষ্টি, বন্যা বিরাজ করায় হলে দর্শকদের উপস্থিতি তুলোনামূলকভাবে কম ছিল। যদিও সিনেমার নায়িকা খুশি রয়েছেন। তার মতে এতো সমস্যার পরেও দর্শক সিনেমাটি দেখতে হলে গিয়েছে।

এ বিষয়ে বুবলী বলেন, ‘এটা আমার জন্য বড় একটা প্রাপ্তি যে- দেশে ডেঙ্গু, বৃষ্টি, বন্যা এতকিছুর পরও দর্শক সিনেমাটি দেখার জন্য সিনেমা হলে যাচ্ছে। আমার অভিনীত এবারের ঈদের সিনেমাটি দেখার পর পরিচিত অনেকেই আমাকে উইশ করেছেন। এ সিনেমার কাহিনী দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে। তাই বেশিরভাগ মানুষই পছন্দ করেছেন। আমি মধুমিতা সিনেমা হলে এটি দেখতে গিয়েছিলাম। দর্শকরা এটি বেশ পছন্দ করছেন। যা দেখে ভালো লেগেছে।’

তিনি আরও বলেন, ‘ঈদ মানেই তো ধুম-ধারাক্কা টাইপের সিনেমা দেখেন দর্শকরা, তবে এর কাহিনী সমাজের সকল মানুষকে নিয়ে। একটু ভিন্ন ধাঁচের। দর্শকরা এটি সুন্দরভাবে গ্রহণ করছেন।’ 

নতুন কাজ প্রসঙ্গে বুবলী বলেন, ‘এখনো ‘মনের মতো মানুষ পাইলাম না’ ফ্লোতেই আছি। এ সিনেমাটি দর্শকরা দেখার পর অনেকেই আমাকে বলছেন ভিন্নধরনের একটি সিনেমা পেলাম। এটা শোনার পর দায়িত্ব আরো বেড়ে গিয়েছে আমার। যেমন কাজী হায়াত আঙ্কেলের পরিচালনায় ‘বীর’ সিনেমাটিও আমার কাছে বেশ গুরুত্বপূর্ণ। এ সিনেমার কাজ সামনে শুরু হবে। বর্তমানে এর প্রস্তুতি নিয়ে ভাবছি।’

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি