ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কলকাতায় নুসরাত ফারিয়ার ‘ভয়’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১১, ১৮ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

মডেল ও অভিনেত্রী নুসরাত ফারিয়া বাংলাদেশের পাশাপাশি কলকাতার চলচ্চিত্রেও নিয়মিত অভিনয় করছেন।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি রাজা চন্দ পরিচালিত পশ্চিম বাংলার থ্রিলার ঘরানার ছবি 'ভয়'-এর জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন অঙ্কুশ-নুসরাত। গল্পে দেখা যাবে, অঙ্কুশ তার ক্যারিয়ার নিয়ে খুব খুশি। সুইমিং কোচ হিসেবে সে বেশ ভালো। কিন্তু এই প্রাণখোলা মানুষটির মধ্যে একটি ঘটনা মৃত্যু ভয় ঢুকিয়ে দেয়।

আর সেখান থেকে বেরিয়ে আসতে তাকে সাহায্য করে তার অটিস্টিক বোনের শিক্ষিকা। এই শিক্ষিকার ভূমিকায় নুসরাত ফারিয়াকে দেখা যাবে।

জানা গেছে, খুব শিগগির ছবিটির দৃশ্যধারণ শুরু হবে। প্রসঙ্গত, সর্বশেষ কলকাতার ‘বিবাহ অভিযান’ সিনেমায় অভিনয় করেন ফারিয়া।

এতে অঙ্কুশ হাজরার সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হন তিনি। গত ২৬ জুলাই সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে মুক্তি পায় এটি।

এমএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি