সরাইলে বাল্যবিয়ে বন্ধে ‘সালমার সর্বনাশ’
প্রকাশিত : ১৫:০৫, ২১ আগস্ট ২০১৯
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাল্যবিয়ে বন্ধে মঞ্চায়িত হলো মঞ্চ নাটক ‘সালমার সর্বনাশ’। নাটকটি রচনা করেন স্যাপ লিডার নারায়ণ চক্রবর্ত্তী, পরিচালনা করেন শরীফ বক্স।
মঙ্গলবার সন্ধ্যায় সরাইল কেন্দ্রীয় শহীদ মিনারে ব্রিটিশ কাউন্সিলের পৃষ্ঠপোষকতায় উপলব্ধি সমাজ কল্যাণ সমিতির আয়োজনে মুক্তমঞ্চ সাংস্কৃতিক গোষ্ঠি এই নাটকটি পরিবেশন করে।
একটি বাল্যবিবাহ কিভাবে সংঘটিত হয় এবং এর পরিণাম কি হতে পারে সেই বিষটি তুলে ধরা হয় নাটকে।
বাল্যবিবাহকে না ববলুন এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন, সাবেক সংসদ সদস্য এড. জিয়াউল হক মৃধা, সাংবাদিক শফিকুর রহমান, আলমগীর মিয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সঞ্জিব কুমার দেবনাথ, আওয়ামী লীগ নেতা মাহফুজ আলী, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম ফরিদ, লেখক আব্দুল হানিফ, সংস্থার নির্বাহী পরিচালক শরীফ উদ্দিন, ব্রিটিশ কাউন্সিলের ডিস্ট্রিক্ট ফেসিলেটর সুশান্তু রায়, স্যাপ লিডার মজিদ বক্স প্রমুখ।