ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দুর্গাপূজায় আসছে বাপ্পি-জোলির ‘ডেঞ্জার জোন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৯, ২২ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

শারদীয় দুর্গাপূজায় সিনেমা হল মাতাবেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। এ উৎসবকে কেন্দ্র করে মুক্তি পাচ্ছে বাপ্পির ‘ডেঞ্জার জোন’ সিনেমা। এমনটি ঘোষণা দিলেন পরিচালক বেলাল সানি। অপরদিকে, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমাটিও মুক্তির ঘোষণা দিয়েছেন পরিচালক দেবাশীষ বিশ্বাস। ফলে দুর্গাপূজায় একসঙ্গে বাপ্পির দুইটি সিনেমা মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। যদিও সিনেমা দু’টি অক্টোবরের কোন তারিখে মুক্তি পাবে তা এখনো নিশ্চিত করেননি দুই নির্মাতা।

‘ডেঞ্জার জোন’ নির্মিত হয়েছে ভৌতিক গল্প নিয়ে। এতে বাপ্পির বিপরীতে অভিনয় করছেন জোলি। এই সিনেমার শুটিং করতে গিয়ে গত মাসে আহত হয়েছিলেন বাপ্পি। সিনেমাটিতে আরও রয়েছেন ডিজে সোহেল, মেহেরিমা, সীমান্ত, শামীম, রাজু সরকার প্রমুখ।

এ প্রসঙ্গে নির্মাতা বেলাল সানি বলেন, ‘এখনও ‘ডেঞ্জার জোন’র শুটিং বাকি আছে। আশা রাখছি মাত্র দু’দিনেই শেষ হবে। পুরো সিনেমার কাজ প্রায় শেষ। তবে ভিজ্যুয়াল গ্রাফিক্সের বেশকিছু কাজ বাকি আছে যা অক্টোবরের আগেই শেষ হয়ে যাবে। আশা করছি আসন্ন শারদীয় দুর্গাপূজায় আমার প্রথম সিনেমাটি মুক্তি দিতে পারবো।’

প্রসঙ্গত, বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় এবং দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ সিনেমাটিও একই মাসে মুক্তির তালিকায় রয়েছে। এর কাজও একেবারে শেষ পর্যায়ে রয়েছে। আগামী পূজায় সিনেমাটি রিলিজের প্রত্যাশা রাখছেন পরিচালক। সে উপলক্ষে বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাসকে নিয়ে সম্প্রতি কয়েকটি গানের শুটিংও করে ফেলেছেন তিনি।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি