ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পোস্টারে নকলের অভিযোগ

বাংলাদেশ আর্মিকে নিয়ে সিনেমা ‘গ্রিন হেলমেট’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫০, ২৩ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

এবার বাংলাদেশ আর্মিকে নিয়ে নির্মাণ করা হচ্ছে সিনেমা। নাম ‘গ্রিন হেলমেট’। ‘জাগো’ ও ‘মিস্টার বাংলাদেশ’-এর নির্মাতা খিজির হায়াত খান এটি নির্মাণের ঘোষণা দিলেন। এরই মধ্যে তিনি নিজের ফেসবুকে সিনেমার একটি পোস্টারও প্রকাশ করেছেন। যদিও পোস্টারটি নিয়ে ইতিমধ্যে সমালোচনার মধ্যে পড়েছেন নির্মাতা। অনেকেই বলছেন এটি অন্য একটি ভারতীয় সিনেমার পোস্টারকে নকল করা হয়েছে। যেটি ‘সার্জিক্যাল স্ট্রাইক’ সিনেমার পোস্টারের হুবহু কপি।

এর আগে বাংলাদেশ পুলিশ বাহিনীকে নিয়ে নির্মিত হয় ‘ঢাকা অ্যাটাক’ সিনেমা। যা বেশ আলোচিত ও ব্যবসাসফল হয়। এরপর র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নকে নিয়ে ‘অ্যাকশন সুন্দরবন’ নামে নতুন সিনেমার ঘোষণা দেন দীপংকর দীপন। এবার বাংলাদেশ আর্মিকে নিয়ে সিনেমা নির্মাণের উদ্যোগ নিলেন খিজির হায়াত।

এ বিষয়ে গণমাধ্যমকে নির্মাতা খিজির হায়াত খান বলেন, ‘বাংলাদেশ আর্মি দেশের সম্মান ও গৌরব। তাদের নিয়ে সিনেমা নির্মাণের ক্ষেত্রে অনেক কিছু বিবেচনা করতে হয়। ইতিমধ্যেই বিষয়টি প্রধানমন্ত্রী দপ্তর বরাবর জানানো হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর সঙ্গেও আলোচনা চলছে। গ্রিন সিগন্যাল পেলেই কাজ শুরু করবো।’

সিনেমার গল্প ও অভিনয় শিল্পী প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘সিনেমার গল্পটি পার্বত্য এলাকাকে ঘিরে। এখানকার অনেক বিষয়ই সিনেমার গল্পে উঠে আসবে। আর অভিনয় শিল্পীদের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। যেহেতু একটি স্পর্শকাতর বিষয়, তাই শিল্পী নির্বাচনের কাজটি বিশেষ গুরুত্ব দিয়ে করতে হচ্ছে। যদিও আমরা একটি খসড়া তালিকায় তৈরি করেছি, তবে সেটি এখন বলা ঠিক হবে। খুব শিগগিরই বিষয়গুলো জানানো হবে।’

সিনেমাটিতে তিনি নিজেও একটি চরিত্রে অভিনয় করবেন বলে জানান।

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি