ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকায় আসছেন একঝাঁক তারকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৮, ২০ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আগামীকাল শনিবার ঢাকায় কনসার্ট আয়োজন করেছে গানবাংলা টেলিভিশন। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হবে ‘মিউজিক ফর পিস’ কনসার্ট। এই কনসার্টে শুভেচ্ছা দূত হয়ে আসছেন বলিউড তারকা নারগিস ফখরি।

কনসার্টটি উপস্থাপনা করবেন ভারতের জনপ্রিয় উপস্থাপক শিনা চৌহান। আর কনসার্টে গান গাইবেন উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী কৈলাস খের, অদিতি সিং শর্মা ও কৌশিক হোসেন তাপস অ্যান্ড ফ্রেন্ডস।

এ আয়োজনে বাদ্যযন্ত্র নিয়ে পারফর্ম করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাদ্যযন্ত্রশিল্পী অ্যামাডিয়াস, শিভামনি, সঞ্জয় দাস, আরশাদ খান প্রমুখ।

গানবাংলার টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস জানিয়েছেন, কনসার্টে অংশ নিতে এসে নারগিস ফখরি ঢাকায় গুরুত্বপূর্ণ একটি ঘোষণা দেবেন।

গানবাংলা কর্তৃপক্ষ আরও জানিয়েছে, মিউজিক ফর পিস’ বা ‘শান্তির জন্য সংগীত’ স্লোগান নিয়ে আন্তর্জাতিক পর্যায়ের সংগীতায়োজন করছে গান বাংলা। তারই ধারাবাহিকতায় এবার এই কনসার্ট অনুষ্ঠিত হবে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি