ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রেক্ষাগৃহে আজ থেকে ‘সাপলুডু’র খেলা শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৯, ২৭ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

আজ শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা ‘সাপলুডু’। দেশজুড়ে প্রথম সপ্তাহের জন্য সিনেমাটি ৪২টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

চলতি বছরের অন্যতম আলোচিত এ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন ছোটপর্দার সফল নির্মাতা গোলাম সোহরাব দোদুল। এতে আরিফিন শুভ ও মিম জুটির রোমান্স দেখবে দর্শক।

নির্মাতা দোদুল বলেন, ‘ঢাকা ও ঢাকার বাইরে সবচেয়ে ভাল হলগুলোতে সিনেমাটি মুক্তি পাচ্ছে, এটা খুবই স্বস্তির খবর। আমরা হয়তো আরও বেশি হলে সিনেমাটি দিতে পারতাম, কিন্তু এই সপ্তাহটা আমরা পর্যবেক্ষণে থাকতে চাই। ধীরে ধীরে এগুতে চাই।’

এদিকে শুভ বলেন, ‘চলচ্চিত্রটি নিয়ে আমাদের প্রত্যাশা অনেক। এর প্রধান কারণ সিনেমাটির গল্প। নির্মাণটাও অসাধারণ। সিনেমাটি দেখে দর্শকরা নিজেদের রিলেট করতে পারবেন।’

থ্রিলার ঘরানার এ সিনেমার শুটিং হয়েছিল গতবছরের ২৬ অক্টোবর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত। ওই সময় এর দৃশ্যধারণ হয় মানিকগঞ্জ, মধুপুর, গাজীপুর, টেকনাফ, লামা ও কক্সবাজারে।

এতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, জাহিদ হাসান, সালাহউদ্দিন লাভলু, শতাব্দী ওয়াদুদ, রুনা খান, সুষমা সরকার, মারজুক রাসেল, শাহেদ আলীসহ অনেকেই।

সিনেমাটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি