ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিয়ের পিঁড়িতে চিত্রনায়ক রোহান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩২, ২৯ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ২০:১১, ২৯ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

হঠাৎ করেই বিয়ের কাজটি সেরে ফেললেন চিত্র নায়ক রোহান। গত ২৭ সেপ্টেম্বর এই নায়কের গায়ে হলুদ এবং ২৮ সেপ্টেম্বর পারিবারিক ভাবে ঢাকার একটি কনভেনশন হলে বিয়ে সম্পূর্ণ হয়।

জানা যায়, কনে ইমি খন্দকার বিশ্ববিদ্যালয়ে ফাইনাল ইয়ারে (ইংরেজী বিভাগে) অধ্যায়নরত আছেন। ইমি খন্দকারের পৈত্রিক নিবাস যশোর হলেও ঢাকায় তার জন্ম ও বেড়ে ওঠা।  

এ বিষয়ে রোহান বলেন, ২ বছর আগে একটি পারিবারিক অনুষ্ঠানে ইমি খন্দকারের সঙ্গে তার প্রথম পরিচয় হয়। এর পর ভালোলাগা এবং সস্পর্কটি ভালোবাসায় পরিনত হয়। তারপর দুই পরিবারের সম্মতিতেই হঠাৎ এ বিয়ের সিদ্ধান্ত নেয়া হয়। বিয়েতে পরিবারের ঘনিষ্ঠ জনরা উপস্থিত ছিলেন।  

আরো বলেন, চলচ্চিত্র অঙ্গনের কাউকেই দাওয়াত দিতে পারিনি। খুব শীঘ্রই সুবিধাজনক সময়ে সবাইকে দাওয়াত দিয়ে অনুষ্ঠান করব। আপাতত আমাদের নতুন জীবন শুরু করার আগে সবার দোয়া চাই।  

চিত্রনায়ক রোহানের অভিনয়ের পথচলা শুরু হয় গাজী রাকায়েত এর "চারুনীড়ম স্কুল অফ অ্যাকটিং এন্ড রিসার্চ এর মাধ্যমে, থিয়েটারে কাজ শুরু করেন। এরপর তিনি মঈন বিশ্বাসের "পাগল তোর জন্যরে" সিনেমার মাধ্যমে রূপালী জগতে প্রবেশ করেন। তারপর চিত্র নায়ক রোহানের প্রধান চরিত্রে "বুলেট বাবু" ও "মার ছক্কা" চলচ্চিত্র মুক্তি পায়। 

বর্তমানে রোহান, তানভীর হাসান পরিচালিত চলচ্চিত্র "মধ্যবিত্ত" সহ বেশ ক'টি চলচ্চিত্রে কাজ করছেন। এছাড়াও তিনি একক নাটক ও কয়েকটি ওয়েব সিরিজের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি