ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শ্রাবন্তীর পাইলট স্বামী ঢাকায় এসে হয়ে গেলেন রিক্সাচালক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১০, ৪ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

ঢালিউডের ‘বিক্ষোভ’ সিনেমায় অভিনয় করছেন কলকাতার প্রথম সারির অভিনেত্রী শ্রাবন্তী। ওই সিনেমার শুটিংয়ে সম্প্রতি ঢাকায় আসেন এই নায়িকা। তার সঙ্গে আসেন স্বামী রোশন সিংও।

ঢাকায় এসে শ্রাবন্তী শুটিং করেছেন এফডিসিতে। তার শুটিং দেখতে সোমবার ঢাকায় আসেন স্বামী রোশান। মঙ্গলবার শুটিংয়ের আগে তিনি শ্রাবন্তীকে নিয়ে এফডিসিতে রিকসা চালিয়ে ঘুরেছেন। যদিও এটি মজা করে করেছেন। আর সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে। যা প্রকাশের পর ভাইরাল হয়ে যায়।
এ বিষয়ে রোশন সিং বলেন, ‘এই প্রথম বাংলাদেশে এলাম, এসেই খুব এনজয় করছি!’

হঠাৎ রিকশাচালক হওয়া প্রসঙ্গে বলেন, ‘শুনেছি রিকশা বাংলাদেশের ঐতিহ্য। তাই সামনে পেয়েই রিকশা চালানো শুরু করে দিই।’

তিনি ওই সময় আরও জানান, শ্রাবন্তীর শুটিংয়ের ফাঁকে ঢাকার কোনো রাস্তায় দুজন রিকশায় চড়ে ঘুরে বেড়াবেন।’

এদিকে ‘বিক্ষোভ’ সিনেমার নির্মাতা জানান, ঢাকার আশপাশে বিভিন্ন লোকেশনে পুরো সেপ্টেম্বর ধরে শুটিং হয়েছে।

সিনেমাটি প্রযোজনা করছে স্টোরি স্প্ল্যাশ মিডিয়া। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী পিংকি খান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের মেয়ে।

প্রসঙ্গত, ‘বিক্ষোভ’ সিনেমার মাধ্যমে প্রথমবার বাংলাদেশের সিনেমাতে পারফর্ম করেছেন বলিউডের সানি লিওন। আর সেই গানটি গেয়েছেন কোনাল।

মূলত নিরাপদ সড়ক আন্দোলন নিয়েই বিক্ষোভ সিনেমার প্রেক্ষাপট। আগামী বছর ঈদুল ফিতরে এটি মুক্তি দিতে চান প্রযোজক।

সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শান্ত খান। শ্রাবন্তী অভিনয় করছেন শিক্ষিকার ভূমিকায়। নায়িকা হিসেবে থাকছেন কলকাতার উঠতি অভিনেত্রী শুভশ্রী কর। আরও রয়েছেন বলিউডের রাহুল দেব, বাংলাদেশের সাদেক বাচ্চু প্রমুখ।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি