ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আবরারকে নিয়ে ফারুকীর অভিশাপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৪, ৮ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

বুয়েটে নির্মম হত্যার শিকার আবরার ফাহাদকে নিয়ে নির্মাতা মোস্তফা সারওয়ার ফারুকী ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি স্বল্প কথায় সমাজের বিভিন্ন বিষয়ের চিত্র তুলে ধরেছেন। নিম্নে স্ট্যাটাসটি তুলে ধরা হলো- 

বুয়েটের নিউজটা মাত্র দেখলাম। দেখে গলাটা শুকাইয়া গেলো। এই সমাজইতো আমরা সবাই মিলে বানাচ্ছি, নাকি? যেখানে আমার মতের বিরোধী হলে তাকে নির্মূল করা আমার পবিত্র দায়িত্ব। আমাদের সামাজিক-রাজনৈতিক-ধর্মীয় নেতারা সবাই মিলে তো এতো বছর এই কামই করছি, এই ভাবেই একটা প্রজন্ম বানাইছি! আর আমাদের এই নির্মূলবাদী মন বানানো হইছে বাংলার বুদ্ধিজীবীদের ওয়ার্কশপে!

তাই আমি তোমাদের অভিশাপ দেই!

আমি অভিশাপ দেই কারন তুমি এই ঘৃনা আর নির্মূল তত্বকে মহৎ বানিয়ে প্রচার করেছো দেশের নামে, জাতীয়তার নামে, ধর্মের নামে, লিঙ্গের নামে, আমার নামে, তোমার নামে!

আমি অভিশাপ দেই তাদের যারা আমাদের সমাজটাকে এই জায়গায় এনে দাঁড় করালো যেখানে অপ্রিয় কথা বলার জন্য সহপাঠীকে পিটিয়ে মেরে ফেলা হয়!

আমি অভিশাপ দেই!
অভিশাপ দেই!
অভিশাপ দেই!
কারন আমার কিচ্ছু করার ক্ষমতা নাই, কেবল অভিশাপ দেয়া ছাড়া!

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি