ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চিত্রনায়িকা কেয়ার জন্মদিন আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৩, ১২ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

ঢালিউডের জনপ্রিয় মুখ সাবরিনা সুলতানা কেয়া। রুপালি পর্দার দর্শকের কাছে তিনি কেয়া নামেই বেশি পরিচিত। আজ তার জন্মদিন।

মাত্র ১৪ বছর বয়সে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কঠিন বাস্তব’ সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেন কেয়া। প্রথম সিনেমাতেই দারুণ প্রশংসিত হন তিনি। শুরুতেই নায়ক হিসেবে পেয়ে ছিলেন চিত্রনায়ক রিয়াজ ও আমিন খানকে। খুব অল্প সময়ে বেশকিছু সিনেমায় অভিনয় করেন তিনি।

এ সময়ের মধ্যে তিনি মান্না, রুবেল, আমিন খান, শাকিব খান, ফেরদৌসের মতো চিত্রনায়কদের সঙ্গে অভিনয় করার সুযোগ পান। কিন্তু হঠাৎই বড় পর্দা থেকে হারিয়ে যান অভিনেত্রী। শেষ পর্যায়ে কেয়া সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘ব্ল্যাকমানি’ সিনেমাতে অভিনয় করে অনেকটা অন্তরালেই চলে যান।

জন্মদিন উপলক্ষে চিত্রনায়িকা কেয়ার কোনো আয়োজন নেই বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘সাধারণত দিনটি আমি পরিবারের সঙ্গেই কাটাই। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। বাসাতেই থাকব। সন্ধ্যায় পরিচিত কয়েকজনের সঙ্গে দেখা হবে। তাদের সঙ্গেই আড্ডা দেব। এর বেশি কিছু নয়।’

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি