ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সোহানা সাবার জন্মদিন আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২২, ১২ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

অভিনেত্রী এবং মডেল সোহানা সাবার জন্মদিন আজ। ১৯৮৬ সালের আজকের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। একাধারে তিনি ছোট এবং বড় পর্দায় জনপ্রিয় তারকা।

সোহানা সাবা তার শিক্ষাজীবন শুরু করেন আজিমপুর লেডিস ক্লাব কিন্ডার গার্ডেনে। তার পরে ঢাকা ল্যাবরেটরি স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন। ১৯৯২ সালে ঢাকা মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন সাবা। শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি থেকে ফ্যাশন বিভাগে স্নাতক শেষ করেন অভিনেত্রী।

সোহানা সাবা তার বাবা মায়ের হাত ধরেই মিডিয়া জগতে আসেন। তিনি বাবুল একাডেমি থেকে নাচ এবং ছায়ানট থেকে অভিনয়ে প্রশিক্ষণ নেন। অভিনেত্রী হলেও তিনি ক্যারিয়ার শুরু করেন নাচের মাধ্যমে।

তার অভিনিত সিনেমার মধ্যে রয়েছে- ‘আয়না’, ‘খেলাঘর’, ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’, ‘বৃহন্নলা’, ‘ষড়রিপু’, ‘আব্বাস’।

সাবা সংসার জীবনে পরিচালক মুরাদ পারভেজকে বিয়ে করেছিলেন। ২০১৪ সালের ১৮ অক্টোবর তাদের ঘরে এক পুত্র সন্তানের জন্ম হয়। এরই পরের বছর ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি