ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এবার বিবাহিতদের নিয়ে শুরু ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২২, ২১ অক্টোবর ২০১৯ | আপডেট: ২০:২৩, ২১ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’ নামে বিবাহিতদের নিয়ে সুন্দরী প্রতিযোগিতা। ইতিমধ্যে প্রায় আট হাজার নারী প্রতিযোগিতার জন্য আবেদন করেছেন।

আবেদনকারিদের মধ্যে থেকে বাছাই করে ২’শ জন প্রতিযোগীকে নেওয়া হয়েছে পরবর্তী রাউন্ডের জন্য।

অনুষ্ঠানটিতে বিচারক হিসেবে আছেন অভিনেত্রী জাহারা মিতু। তিনি বলেন, ‘গত শনিবার থেকে অডিশন শুরু হয়েছে। বিচারক হিসেবে এ অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। আশা করি এখান থেকে অনেক অভিজ্ঞতা নিতে পারবো। একসময় প্রতিযোগী হয়ে বিচারকদের সামনে দাঁড়াতাম, এখন নিজেই বিচার কাজ করছি। শিগগিরই আমরা টপ ১০০ প্রতিযোগী বাছাই করতে পারব বলে আশা রাখি।’

জানা গেছে, বিচারক হিসেবে জাহারা মিতুর সঙ্গে আরও থাকছেন মডেল অন্তু করিম। এ ছাড়া মূল অনুষ্ঠানের বিচারক প্যানেলেও থাকবে ভিন্নতা। বিষয়ভিত্তিক প্রতিযোগিতায় প্রতি পর্বে নির্দিষ্ট বিষয়ে অভিজ্ঞদের অতিথি বিচারক নিয়ে আসার পরিকল্পনা আছে আয়োজক প্রতিষ্ঠানের। প্রতিযোগিতার মূল আয়োজন হবে চীনে। চ্যাম্পিয়ন বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ডিসেম্বরেই যাবেন মূল আয়োজনে। ‘মিসেস ইউনির্ভাস বাংলাদেশ’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর ঢাকায়।

আগত প্রতিযোগীদের প্রসঙ্গে মিতু বলেন, ‘বিভিন্ন বয়সের, পেশার নারীরা এতে অংশ নেয়ার জন্য আবেদন করেছিলেন। যোগ্যতাসম্পন্ন, মেধাবী, শিক্ষিত, ভালো পরিবারের নারীরা এখানে অংশ নিচ্ছেন এটা ইতিবাচক। প্রতিযোগীদের অংশগ্রহণ দেখে মুগ্ধ হয়েছি। শুধু চেহারা দেখে আমরা বাছাই করছি না। তার সঙ্গে বিশেষভাবে শিক্ষাগত যোগ্যতা দেখছি। একটি বিষয় আমরা মাথায় রেখেছি, যিনি চ্যাম্পিয়ন হবেন তিনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন। তাই কোনো ধরনের ছাড় দিতে আমরা প্রস্তুত নই।’

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি