ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাধুর জন্য দোয়া চাইলেন তারকারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৮, ২২ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

অভিনেতা ও পরিচালক হুমায়ূন কবীর সাধু। নিজের দৈহিক গঠনকে জয় করে প্রতিষ্ঠা পেয়েছেন শোবিজ অঙ্গনে। তার অভিনয় দক্ষতা ইতিমধ্যে প্রশংসিত হয়েছে সর্ব মহলে। বর্তমানে অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে আছেন এ অভিনেতা।

কিছুদিন আগে ব্রেইন স্ট্রোক করলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দ্বিতীয় দফায় ব্রেইন স্ট্রোকের কারণে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

চিকিৎসকদের বরাত দিয়ে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী গণমাধ্যমকে জানান, ‘রবিবার রাতে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে তাকে। তার শারীরিক অবস্থা গুরুতর।’
দ্বিতীয় দফায় স্ট্রোকের আগে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি শুরু হয়। তাকে বিদেশে নেওয়ার কথা ছিল।

তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফারুকী সহ শোবিজ অঙ্গনে অধিকাংশ তারকাই।

প্রসঙ্গত, মোস্তফা সরয়ার ফারুকীর হাত ধরেই অভিনয়ে ও নির্মাণে আসেন সাধু।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি