ঢাকা, সোমবার   ৩০ ডিসেম্বর ২০২৪

চলচ্চিত্র ব্যক্তিত্ব আবদুস সামাদের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৩, ২৮ অক্টোবর ২০১৯

আজ সোমবার, ২৮ অক্টোবর ২০১৯। চলচ্চিত্র ব্যক্তিত্ব আবদুস সামাদের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৪ সালের এই দিনে ভারতের রাজধানী দিল্লিতে হৃদরোগে চিকিৎসাধীন অবস্থায় ৬৭ বছর বয়সে তিনি মারা যান।

আবদুস সামাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাঙালিসমগ্র জাদুঘরের উদ্যোগে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বিকাল ৫টায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

ষাটের দশকের শুরুতে লন্ডন থেকে সিনেমাটোগ্রাফিতে উচ্চশিক্ষা শেষে ঢাকায় ফেরেন আবদুস সামাদ। চিত্রগ্রাহক হিসেবে কাজ শুরুর পর তিনি প্রায় ৫০টি ছবিতে চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন।

তার উল্লেখযোগ্য ছবিগুলো হলো- রূপবান, বন্ধন, নবাব সিরাজউদ্দৌলা, আবির্ভাব, ইশাখাঁ, ওরা ১১ জন, দুরন্ত দুর্বার, সূর্যগ্রহণ, সূর্য সংগ্রাম, শিরি-ফরহাদ প্রভৃতি।

চলচ্চিত্রের কারিগরি বিষয়গুলো তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে ফিল্ম ইনস্টিটিউট অব বাংলাদেশ প্রতিষ্ঠা করেন তিনি। ২০০৪ সালে ঢাকা স্টামফোর্ড ইউনিভার্সিটিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগ প্রতিষ্ঠা করেন আবদুস সামাদ। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ওই বিভাগের চেয়ারম্যান ছিলেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি