ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এবার নোরা ফাতেহির সঙ্গে মঞ্চ মাতাবেন শাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩১, ২ নভেম্বর ২০১৯

নোরা ফাতেহি ও শাকিব খান

নোরা ফাতেহি ও শাকিব খান

Ekushey Television Ltd.

প্রসিদ্ধ তিনটি সংস্করণের পর ক্রিকেটের সর্বশেষ সংক্ষিপ্ত সংস্করণের নাম টি-টেন। প্রতিবছর সংযুক্ত আরব আমিরাতে বসে ক্রিকেটের নবীনতম এই টুর্নামেন্টের আসর। চলতি মাসের ১৫ তারিখ থেকে শুরু হচ্ছে টুর্নামেন্টের এবারের আসরটি। এ আসরের উদ্বোধনী অনুষ্ঠানেই মঞ্চ মাতাবেন বলিউড হার্টথ্রুব ড্যান্সার নোরা ফাতেহি। সঙ্গে থাকবেন ঢাকাই সিনেমার কিং শাকিব খান।

গত বুধবার (৩০ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই তথ্য নিশ্চিত করেছেন শাকিব খান নিজেই। তার সঙ্গে মঞ্চ মাতাবেন বলিউডের ‘দিলবার কন্যা’ খ্যাত নোরা ফাতেহি। 

এছাড়াও অনুষ্ঠানে থাকবেন পাকিস্তানের জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আসলাম। সঙ্গে আরও থাকবেন প্রভাতী নায়ার ও হুসাইন খাজারওয়ালা। আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে টি-টেন টুর্নামেন্টটির জমকালো এ উদ্বোধনী অনুষ্ঠান।

এদিকে, এবারের টি-টেন লিগে প্রথমবারের মত খেলছে বাংলাদেশের একটি দল। যার নাম ‘বাংলা টাইগার্স’। ইয়াসিন চৌধুরী ও সিরাজউদ্দিন আলম যৌথভাবে কিনে নিয়েছেন দলটির মালিকানা স্বত্ব।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি