ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাগরপাড়ে ‘ওশান ডান্স ফেস্টিভ্যাল’ শুরু আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৪, ২২ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

কক্সবাজারের সাগরপাড়ে আজ থেকে শুরু হচ্ছে নাচের আন্তর্জাতিক উৎসব ‘ওশান ডান্স ফেস্টিভ্যাল-২০১৯’। চার দিনব্যাপী এ উৎসব চলবে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত। ‘দূরত্বের সেতুবন্ধন’-স্লোগানে আয়োজিত এ উৎসবে অংশ নিচ্ছেন দুই শতাধিক নৃত্যশিল্পী, শিক্ষক, গবেষক ও কোরিওগ্রাফার। এতে অংশ নিচ্ছেন এশিয়ার ১৫টি দেশ।

আয়োজনের চার দিন ভোর থেকে মারমেইড ইকো রিসোর্ট সংলগ্ন সৈকতে চলবে বিষয়ভিত্তিক বক্তব্য উপস্থাপন, কর্মশালা ও সেমিনার।

সন্ধ্যা থেকে কক্স কার্নিভাল মিলনায়তনে থাকবে নৃত্য পরিবেশনা। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৫টা থেকে পরিবেশনা নিয়ে মঞ্চে আসবেন আন্তর্জাতিকভাবে নির্বাচিত শিল্পীরা। পাশাপাশি সন্ধ্যা সাড়ে ৭টা থেকে চলবে জাতীয়ভাবে নির্বাচিত শিল্পীদের পরিবেশনায় লোকনৃত্য, সমসাময়িক নৃত্য, শাস্ত্রীয় নৃত্য ও নৃত্যনাট্য।

বাংলাদেশি শিল্পীদের বিভিন্ন প্রযোজনার পাশাপাশি বিদেশি শিল্পীদের মধ্যে থাকবে-

তাইওয়ানের নৃত্য প্রযোজনা- ‘বাটু উইথ অর্নামেন্ট’, ‘নট অ্যালোন’, ‘ইমপ্রেশনস অব আওয়ার হোম টাউন’, ‘গ্রেটার দ্যান টু লেস দ্যান’।
যুক্তরাষ্ট্রের প্রযোজনা- ‘ত্রিকোন কানেকটিভিটি’।
ভারতের প্রযোজনা- ‘এজেস’, ‘ইনট্রানজিট’, ‘আনশেয়ারড ডিজায়ারড’, ‘টাচ দ্য সাউন্ড’।
কোরিয়ার প্রযোজনা- ‘স্প্রিং কামিং উইথ আ ওয়ার্ম ব্রিজ’।
চীনের প্রযোজনা- ‘টয়লেট পাম্প’।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি