ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

আঞ্চলিক সংলাপে আটকে গেছে ‘ন ডরাই’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৮, ২৩ নভেম্বর ২০১৯

‘এক দেশের বুলি অন্য দেশের গালি’- কথাটি যেনো আরও একবার টেনে আনলেন দেশের সেন্সর বোর্ড। সার্ফিং নিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ন ডরাই’র বেশকিছু জায়গায় সংলাপের বিষয়ে আপত্তি জানিয়েছেন তারা।

কলকাতার শ্যামল সেনগুপ্তের চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। সিনেমার সব কাজ শেষে সম্প্রতি এটি জমা পড়েছে সেন্সর বোর্ডে। চলচ্চিত্রটি দেখেছেন বোর্ডের সদস্যরা। দেখার পর এর প্রশংসাও করেছেন। কিন্তু কিছু আঞ্চলিক শব্দ ব্যবহার নিয়ে আপত্তি রয়েছে তাদের।

এ বিষয়ে সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান নিজামুল কবীর বলেন, ‘‘ন ডরাই’ সিনেমার গল্পটি ভালো হয়েছে। এটি নির্মিত হয়েছে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায়। তাই কিছু জায়গায় আমাদের কিছু আপত্তি রয়েছে। এতে চট্টগ্রামের ভাষায় এমন কিছু সংলাপ ব্যবহার করা হয়েছে, যা অন্যান্য জেলার লোকদের কাছে অশ্লীল, আপত্তিকর মনে হতে পারে। বিষয়টি এমন হয়েছে, এক দেশের বুলি, আরেক দেশের গালি।’

তিনি আরও বলেন, ‘তাই সকলের সিদ্ধান্তে এর সংলাপের কিছু কিছু জায়গায় সংশোধনী আনতে হবে। এ বিষয়ে পরিচালককে আমরা একটি চিঠিও দেব। তারা যদি সংশোধন করেন তাহলে অবশ্যই সেন্সর ছাড়পত্র দেওয়া হবে।’

উল্লেখ্য, স্টার সিনেপ্লেক্সের প্রযোজনায় ‘ন ডরাই’ চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, সুনেরা বিনতে কামালসহ অনেকে।

এর আগে, গত ২০ জুন বিশ্ব সার্ফিং দিবসে আনুষ্ঠানিকভাবে চলচ্চিত্রটির পোস্টার উন্মোচন করা হয়।
এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি