ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রোশানের সঙ্গে জুটি বাঁধলেন উষ্ণ হক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৮, ২৯ নভেম্বর ২০১৯ | আপডেট: ১১:৫২, ২৯ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন চিত্রনায়ক রোশান। এরপর ২০১৬ সালে ‘রক্ত’ সিনেমায় অভিনয়ের মাধ্যামে ঢাকাই চলচ্চিত্রে পথচলা শুরু হয় তার। তারপর ‘ধ্যাততেরিকি’, ‘ককপিট’ সিনেমায় অভিনয় করে পেয়েছেন দর্শকদের প্রশংসা। নতুন করে এবার আরও একটি সিনেমার শুটিং শুরু করলেন তিনি। এতে নতুন এক নায়িকার সঙ্গে জুটি বেধেছেন রোশান। সিনেমাটির নাম ‘ওস্তাদ’। এতে তার বিপরীতে অভিনয় করবেন নবাগত উষ্ণ হক।

সাইফ চন্দনের পরিচালনায় ‘ওস্তাদ’র শুটিং শুরু হয়েছে গত ২৭ নভেম্বর থেকে। সিনেমাটি প্রযোজনা করছে ফিল্ম ওয়ার্ল্ড।

যদিও সিনেমার নায়িকা কে হবেন, তা নিয়ে বেশ কিছুদিন ধরে রহস্য ঘুরপাক খাচ্ছে। অবশেষে সেই নাম প্রকাশ করা হয়েছে। সিনেমাটিতে মোট তিনজন নায়িকা থাকবেন। এর মধ্যে একজনের নাম প্রকাশ করলেও বাকি দুজনের নাম এখনও প্রকাশ করা হয়নি। সিনেমাটির নাম-ভূমিকায় অভিনয় করছেন রোশান। 

এ বিষয়ে সাইফ চন্দন বলেন, ‘আমি এই সিনেমার মধ্য দিয়ে নতুন কিছু শিল্পীকে পরিচয় করিয়ে দেব। এদের একজন উষ্ণ হক। সিনেমাতে তিনি রোশানের সঙ্গে জুটি বাঁধবেন। এছাড়া আরো দুজন নায়িকাকে দেখা যাবে। তবে এখনই আমি তাদের নাম বলছি না।’

সাইফ চন্দন আরো বলেন, ‘দর্শক সিনেমা হলে কোনো তারকা শিল্পীকে দেখতে যান না। তারা সুন্দর গল্প ও ভালো মেকিং দেখতে চান। সিনেমার গল্পের প্রয়োজনে এমন শিল্পীদের যুক্ত করছি, যারা চরিত্রগুলো ফুটিয়ে তুলতে পারবেন।’

এদিকে ‘ওস্তাদ’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে থাকতে পেরে উচ্ছ্বসিত উষ্ণ হক।

তিনি বলেন, ‘আমি ভালো গল্পের সিনেমাতে অভিনয় করতে চাই। তথাকথিত নায়িকা হিসেবে পর্দায় আসতে চাই না। সাইফ চন্দন স্যারের সিনেমাটির গল্প শোনার পর কাজ করার আগ্রহ তৈরি হয়েছে। সবাই দোয়া করবেন, আমরা যেন সুন্দরভাবে সিনেমাটি শেষ করতে পারি।’

‘ওস্তাদ’ সিনেমাটি পরিচালনার পাশাপাশি গল্প ও চিত্রনাট্যও সাইফ চন্দনের। এর আগে ‘আব্বাস’ চলচ্চিত্র দিয়ে আলোচনায় আসেন এ নির্মাতা।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি