ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সন্তানকে নিয়ে দেশে ফিরলেন শাবনূর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৬, ৩ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ঢালিউডের জনপ্রিয় নায়িকা শাবনূর। পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করেন তিনি। সম্প্রতি দেশে এসেছেন এই ঢালিউড কন্যা। সঙ্গে তার একমাত্র সন্তান আইজানও এসেছে। তবে বেশি দিন তিনি দেশে থাকবেন না। অল্প সময়ের জন্য তার এই সফর।

দেশে ফিরে শাবনূর বলেন, ‘যখন বিদেশে থাকি দেশের মানুষের কথা, ভক্তদের কথা খুব মনে পড়ে। তাই অস্ট্রেলিয়ায় বেশিদিন থাকতে ইচ্ছে করে না। প্রতি বছর  সিডনি টু ঢাকা, আবার ঢাকা টু সিডনি দৌড়ঝাঁপ করতে হয়।

এবার দেশে ফেরার কারণ সম্পর্কে শাবনূর বলেন, ‘আমি জীবনে কখনো কোনো কাজ পরিকল্পনা নিয়ে করিনি। এবারও কোনো পরিকল্পনা নেই। তবে ইচ্ছে আছে সবার সঙ্গে দেখা করবো। সবার খোঁজ খবর নিবো। এছাড়া ৮ ডিসেম্বর জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে যেতে পারি।’

আগামী ১৭ ডিসেম্বর শাবনূরের জন্মদিন। এই দিন নিয়ে কোন পরিকল্পনা আছে কি না সে প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি খুবই সাধারণভাবে চলাফেরা করতে পছন্দ করি। এবার ঢাকাতেই জন্মদিনটা পালন করার ইচ্ছে রয়েছে। সবার সঙ্গে দেখা করে, আর আড্ডা দিতে দিতেই সময় কেটে যাবে। বিশেষ কোনো আয়োজন আসলে নেই।’
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি